e শ্ৰীকৃষ্ণকীর্তন • [ রাধাবিরহרט\ ৪। ঠাঠী—বেহায়, প্ৰগলভা। ৫। চম্বো-চুম্বন করি । ৬। হাতীবাক-চলিবার নিমিত্ত, চলিতে। శ్రీt?-రిని ఆ ৮। ঝঙ্কায়িবী—ঝঙ্কার করিবে, তিরস্কার করিবে । ৯ । হের শির কর ইত্যাদি—মাথায় হাত দিয়া এই তোমার আগে শপথ করিতেছি ইত্যাদি । মথ,রানগরীং গত্বা ইত্যাদি—মথুরা নগরে যাষ্টয়া বুদ্ধ মধুসূদনকে বলিল,—‘বিরকে মগ্ন রাধা তোমার শরণাপন্না’ । ইহা শুনিয়া নাগর হরি রাধিকার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হইয়া বৃদ্ধাকে রুষ্ট বাক্য বলিলেন। Y | नठी- দুষ্ট, প্ৰগলভা। ঠাইক-স্থানে। ۹ دهسسtrته রাধাত—"লাগিঅ' শব্দের যোগে যষ্ঠ । ২ । হাথত—“ত করণ কারকের চিহ্ন ; পূৰ্ব্বে হাথেত’ পৃ” ১৮) । বুইল—বলিলে । * ২ । মোর বোলে তোহ্মে ইত্যাদি—এখন তুমি আমার বিনয়বাক্যে রাধার নিকট আসিবে না বটে ; কিন্তু কানাই, অচিরে তোমায় তাহার বিয়োগজনিত অশেষ দুঃখ ভোগ করিতে হইবে । কলি—‘কালি’ হইবে বোধ হয়। ভাত না খাইলি ইত্যাদি - তখন তাছার জন্য অন্ন ত্যাগ করিলে, এখন সামান্য শাকে আদর কেন ? অর্থাৎ তখন তাহার জন্ত পাগল হইলে, আর এখন এ বিপরীত ভাবের কারণ কি ? রখহির্তে-রক্ষা
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৭৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।