পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন এহি দুই কেশ হৈবে বহুলের ঘরে । চলী বনমালী নাম দৈবকী উদরে ॥ ৬ ॥ তাহার হাপে হৈবে কংশাস্তুরের বিনাশে । হেন বর পার্তা সব দেব গেলা বাসে ॥ ৭ ॥ সময় উপেখির্তা রহিলা দেবগণ । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ॥ ৮ ॥১ বরাড়ীরাগঃ । ক্রীড়া ॥ অীয়িল। দেবের সুমতি শুণী । কংসের আগক নারদ মুনী ॥ পাকিল দাঢ়ী মাথার কেশ । বামন শরীর মাকড় বেশ ॥ ১ । নাচএ নীরদ ভেকের গর্তী । বিকৃত বদন উমত মতী ॥ ধ্রু ॥ খণে থণে হাসে বিণি কারণে । খণে হএ খোড় খেণেকে কানে ॥ নানা পরকার করে অঙ্গভঙ্গ । তাক দেখি সব লোকের রঙ্গ ॥ ২ ॥ লাম্ফ দিৰ্তম খণে আকাশ ধরে । খণের্কে ভূমিত রহে চিতরে ॥ উঠির্তা সব বোলে আনচান । মিছাই মাথাএ পাড়এ সান ॥ ৩ । মেলে ঘন ঘন জীহের আগ । রাঅ কাঢ়ে যেন বোকা ছাগ ॥ দেখির্তা কংসেত উপজিল হাস । বসিলা বন্দী গাইল চণ্ডীদাস ॥ ৪ ॥