পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अशांम्न ] নিত্যধৰ্ম্ম ও জাতিবর্ণাদি ভেদ t, ֆ হইয়াছে, তাহাতেই পণ্ডিতগুলিকে সঙ্গে করিয়া আনিয়াছে। বৈষ্ণবদাস পরমহংস বাবাজীর পদধূলি লইয়া বলিলেন,—বৈষ্ণব-আজ্ঞা আমার শিরোধাৰ্য্য ; অস্ত আমার পঠিত বিস্তাসকল সার্থক হইবে । তখন মেঘ ছাড়িয়াছে । মালতীমাধবীমওপে একটী বিছানা হইল । একদিকে ব্রাহ্মণপণ্ডিতগণ ও অপর দিকে বৈষ্ণব সকল বসিলেন। শ্ৰীগোক্রম ও শ্ৰীমধ্যদ্বীপস্থ আর আর পণ্ডিত বৈষ্ণবসকলকে তথায় আনা উইল । তন্নিকটস্থ অনেক বিস্তার্থ পড়ুয়া ব্রাহ্মণ আসিয়া সভাশ্ব হইলেন । সভাটী বড় মন্দ হইল না। প্রায় একশত ব্রাহ্মণ পণ্ডিত একদিকে ও প্রায় দুইশত বৈষ্ণব অল্প দিকে বসিলেন । বৈষ্ণবদিগের অনুমতিক্রমে বৈষ্ণবদাস বাবাজী প্রশান্তভাবে সন্মুখে বসিলেন। তখন একটা আশ্চৰ্য্য ঘটনা হইল দেখিয়া বৈষ্ণবগণ বড়ই আল্লাদিত হইয়া, একবার হরিধ্বনি দিলেন। আশ্চৰ্য্য ঘটনা এই যে, একগুচ্ছ মালতীপুষ্প উপর তইতে বৈষ্ণবদাসের মস্তকে পড়িল । বৈষ্ণবগণ বলিলেন,—এটী শ্ৰীমন্মহাপ্রভুর প্রসাদ বলিয়া জামুন। কৃষ্ণ চূড়ামণি অপরদিকে বসিয়া একটু নাক শিষ্ট্ৰকাইয়া কহিলেন,— প্তাহাই মনে করুন । ফুলের কৰ্ম্ম নয়—ফলেই পরিচয় হইবে । অধিক আড়ম্বর না করিয়া বৈষ্ণবদাস কহিলেন,—অস্ত ঐনবদ্বীপে বারাণসীর স্তায় একটী সভা পাওয়া গেল। বড়ই আনন্দের বিষয়। আমি যদিও বঙ্গবাসী বটে, কিন্তু বহুকাল বারাণসী প্রভূতি স্থানে বিদ্যাভ্যাস ও সভা বস্তৃতা করিয়া আমার বঙ্গভাষায় অভ্যাস লঘু হইয়াছে। আমি ইচ্ছা করি যে অন্তকার সভায় সংস্কৃত ভাষায় প্রশ্নোত্তর হয়। চূড়ামণি যদিও শাস্ত্রে প্রকৃত পরিশ্রম কৰিয়াছেন, তথাপি কণ্ঠস্থ পাঠ ব্যতীত জার কিছু গংস্কৃত সহজে বলিতে পারেন না। তিনি বৈষ্ণবদাসের প্রস্তাবে 4क्रै गडूक्लिड रहेब्रा कहिरणन,-८कन, कनरनप्तब्र गङांब्र বদভাষাই ভাল, ©