পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও জাতিবর্ণাদি ভেদ tہبی চু। কাহারও কাঙ্কার ও শাস্ত্রীয় শ্রদ্ধা হইয়ছে, কিন্তু স্বভাব উচ্চ হয় নাই, তাহারাও কি ভক্তির অধিকারী ? বৈণ স্বভাব কৰ্ম্মাধিকারের হেতু, ভক্ত্যধিকারের হেতু নয়। শ্রদ্ধাই একমাত্র ভক্ত্যধিকারের হেতু । নিম্নলিখিত শ্ৰীভাগবত-পঙ্ক আলোচনা করিয়া দেখুন ; ( ১১।২০।১৭-৩০ )— জাতশ্রদ্ধে মৎকথাস্থ নিৰ্ব্বিপ্ন: সৰ্ব্বকৰ্ম্মসু । বেদ দুঃখাত্মকান কামান পরিত্যাগেহপ্যনীশ্বরঃ ॥ ততো ভজেত মাং প্রত: শ্রদ্ধালুদৃঢ়নিশ্চয়: । জুৰমাণশ্চ তান কামান দুঃখোদকাংশ্চ গহঁয়ন ॥ প্রোক্তেন ভক্তিযোগেন ভজতো মাংসকৃষ্ণুনে । কামা হৃদয্যা নশুস্তি সৰ্ব্বে ময়ি হৃদি স্থিতে ॥ ভিস্ততে হৃদয়গ্রস্থিশ্চিন্তন্তে সৰ্ব্বসংশয়াঃ । ক্ষীয়ন্তে চান্ত কৰ্ম্মণি ময়ি দৃষ্ট্রেইথিলাত্মনি ॥ যৎকৰ্ম্মভিৰ্যত্তপসা জ্ঞান-বৈরাগ্যতশ্চ যৎ । যোগেন দানধৰ্ম্মেণ শ্রেয়োভিরিতরৈরপি ॥ সৰ্ব্বং মদ্ভক্তিযোগেন মদ্ভক্তে লভতেইঞ্জস । স্বর্গাপবৰ্গং মদ্ধাম কথঞ্চিদ যদি বাঞ্ছতি ॥ কোন সৎসঙ্গক্রমে হরিকথা শুনিতে কাহারও রুচি হয় । আন্ত স্বমস্ত কৰ্ম্ম তাহার আর ভাল লাগে না। দৃঢ়বিশ্বাসের সহিত হরিনাম করিতে থাকেন । অন্তান্ত যে বিষয়ে মন্দ স্বভাব আছে, সেই বিষয়সকলকে পরিত্যাগ করিতে পারেন না, কিন্তু তাহা মন্দ জানিয়া নিনা করিতে করিতে ভোগ করিতে থাকেন। চরিকথাদি আলোচনা করিতে করিতে স্বল্পদিনেই হৃদরের কামসকল বিনষ্ট হইয়া পড়ে। আমাকে হৃদয়ে আনিলে আর দোয় থাকিতে পারে না। শীঘ্রই