পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সংসার ) రి 9 বিচার স্থগিত হউক । সকলেরই তাহাতে সম্মতি হইলে সভাভঙ্গ হইল । ব্রাহ্মণ পণ্ডিতেরা এক বাক্যে বৈষ্ণবদাসেব পাণ্ডিত্যের প্রশংসা কবিষ, চলিয়া গেলেন । বৈষ্ণবগণ হরিধ্বনি দিয যে যাহার স্থলে গমন কবিলেন। সপ্তম অধ্যায় নিত্যপ্ৰন্ম ও সংসনার চণ্ডীদাস বণিক ও দময়ন্তী—চণ্ডীদাসের সস্ত্রীক ঐনবদ্বীপে গমন—পুত্ৰগণেব অত্যাচবি —চণ্ডীদাসের বিরাগ এবং উন্নতি—চণ্ডীদাসেব সংসাবতত্ত্ব জানিবার জষ্ঠ শ্ৰীগোক্রম গমন—অনস্তদাস বাবাজীৱ সংসাবতত্ত্ব কথনরম্ভ –সংসাব ব্যাখ্যা—চিৎসংসাব ও মাধিক সংসারেব প্রভেদ-জগৎ মিথ্যা নয়—জীবেব জগৎ সম্বন্ধে যে বিবৰ্ত্ত, তাহাই মিখ্যা —উপযুক্ত চেষ্টা দ্বার উদ্ধাব—প্রেমবিবৰ্ত্তে জীবের মায়ামুক্তি সম্বন্ধে উপদেশ–সাধু সংসাম ও অসাধু সংসারে ভেদ—সাধুসঙ্গ ভেদ—তন্মধ্যে ভগবস্তক্তসঙ্গই শ্ৰেয়ঃ– গৃহস্থ ভক্ত—গৃহস্থ বৈষ্ণবেব স্থিতি—গৃহত্যাগীব অধিকার—তাহাদের লক্ষণ-নিরপেক্ষ ভক্ত-লক্ষণ-ভেকবিচার-ভেকদাত গুকব বিচাৰ্য্য বিষয়—আখড়াধারী বাস্তাশী—আখড়াধারীদিগের নামাপবাধ ও তাহ হইতে উদ্ধার–বর্ণাশ্ৰমযুক্ত ও বর্ণাশ্রমরহিত পুকষেব গৃহস্থভক্ত হইবাৰ যোগ্যতা—যাহার ভক্তি আছে, তিনিই শ্রেষ্ঠ—সৰ্ব্ববর্ণের ভেক সম্বন্ধে শাস্ত্রবিচার—চণ্ডীদাসের জ্ঞানোদয়-চণ্ডীদাসের ভক্তিলাভ—শ্ৰীগোক্রম-মাহাত্ম্য—চণ্ডীদাসের বৈষ্ণবতী । সরস্বতীতীরে সপ্তগ্রাম নামে একট প্রাচীন বণিক্‌নগর ছিল । তথায় বহুকাল হইতে সহস্ৰ সুবর্ণবণিক্‌ বাস করিতেন। শ্ৰীউদ্ধারণ দত্তের সময় হইতে সেইসকল বণিক প্ৰভু নিত্যানন্দের কৃপায় হরিনাম-সংকীর্তনে রত হন। চওঁীদাস নামক একটী বণিক্‌ অর্থব্যয় হইবে, এই ভয় করিয়া নাগরিক লোকের হরিকীৰ্ত্তনে যোগ দিতেন না। তিনি ব্যয়কুণ্ঠতার দ্বারা অনেক অর্থ সঞ্চয় করিয়াছিলেন। তাছার পত্নী দময়ন্তীও