পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সংসার o(t হরিচরণ কর্তার জ্যেষ্ঠ পুত্র। সে কৰ্ত্তাকে এক দিবস প্রাতে কহিল,—বাবা! আপনি ও মাত-ঠাকুরাণী একবার শ্ৰীধাম নবদ্বীপ দর্শন করুন—মানবজন্ম সফল হইবে । শুনিয়াছি, কলিকালে আর কোন তীর্থই শ্ৰীনবদ্বীপের ন্যায় শুভপ্রদ নয়। নবদ্বীপ যাইতে কষ্ট বা ব্যয় হইবে না ; যদি চলিতে না পারেন, গহনার নৌকায় দুই পণ করিয়া দিলেই পৌছিয়া দিবে । আপনাদের সঙ্গে একজন বৈষ্ণবী সেথো যাইতে ও ইচ্ছুক আছে। চণ্ডীদাস স্বীয় পত্নীকে পরামর্শ জিজ্ঞাসা করায় দময়ন্তী আহলাদিত হইলেন ; দুইজন বলাবলি করিলেন,—সে দিবসের কথায় ছেলেরা শিষ্ট হইয়াছে। আমরা এত অক্ষম হই নাই যে, চলিতে পারি না । শ্ৰীপাট কালন, শান্তিপুর হইয়৷ শ্ৰীধাম নবদ্বীপ যাত্রা করিব। দিন দেখিয়া দুই জনে যাত্রা করিলেন । চলিতে চলিতে পরদিবস অম্বিকায় উপস্থিত। তথায় একটী দোকানে রমুই করিয়া খাইতে বসিলেন, এমন সময় সপ্তগ্রামের একটী লোক কহিল যে, তোমার, ছেলেরা ঘরের চাবি ভাঙ্গিয়া সমস্ত দ্রব্য লইয়াছে, আর তোমাদিগকে বাটী যাইতে দিবে না ; তোমার গুপ্ত অর্থ সকলে বাটিয়া লইয়াছে। এই কথা শুনিবামাত্র চওঁীদাস ও তৎপত্নী অর্থশোকে কাতর হইয়া পড়িলেন। সে দিবস আর. খাওয়া দাওয়া হইল না—ক্রন্দন করিতে করিতে দিন গেল। সেথো বৈষ্ণবী বুঝাইয়া দিল যে, গৃহে আসক্তি । করিও না ; চল, তোমরা দুই জনে ভেক লইয়া , আখড়া বঁধ। যাহাদের জন্ত এত করিলে, তাহারাই যখন এরূপ শক্র হইল, তখন আর ধরে যাওয়ার আবশুক নাই । চল, নবদ্বীপে থাকিবে ; তথায় ভিক্ষা করিয়া খাও, সেও ভাল । চণ্ডীদাস ও তৎপত্নী, পুত্র ও পুত্রবধুদিগের ব্যবহার শুনিয়া, জার