পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সংসার ృ6 Q অর্থ পাইলে অতিথি-সেবা করিব—আর জন্মে ভাল হইবে। একখানি মুদিখানা করিব, মানস করিয়াছি। ভদ্রলোকদিগের নিকট হইতে পঞ্চমুদ্রা ভিক্ষা করিয়া ঐ কার্য্যে প্রবৃত্ত হইব । কয়েক দিবস যত্ন করিয়া চণ্ডীদাস একখানি ক্ষুদ্র দোকান করিয়া বসিলেন। প্রত্যহ কিছু লাভ হইতে লাগিল। পতি-পত্নী উদরপূৰ্ত্তির পর একটা করিয়া প্রতিদিন অতিথিসেবা করিতে লাগিলেন। পূৰ্ব্বাপেক্ষা চণ্ডীদাসের জীবন ভাল হইল। চণ্ডীদাস একটু লেখা-পড়া পূৰ্ব্বেই শিখিয়াছিলেন। অবসর সমযে গুণরাজখান-কৃত ‘শ্ৰীকৃষ্ণবিজয়’ গ্রন্থ দোকানে বসিযা পাঠ করেন। দ্যায়পব হইয়া বিক্রয়াদি করেন ও অতিথিসেবা করেন । এইরূপ পাচ ছয় মাস গত হইল । কুলিযার সকললোকেই চণ্ডীদাসের ইতিহাস জানিতে পাবিয়া তাহাকে একটু শ্রদ্ধা করিতে লাগিলেন । তথায় শ্ৰীযাদবদাসের স্থান । যাদবদাস গৃহস্থবৈষ্ণব। তিনি ঐচৈতন্যমঙ্গল পাঠ করেন। চণ্ডীদাস কখন কখন তাচা শ্রবণ করেন। যাদবদাস ও তাহারা পত্নী সৰ্ব্বদা বৈষ্ণবসেবায় রত থাকেন । তাe দেখিয়া চণ্ডীদাস ও তৎপত্নী বৈষ্ণবসেবায় রুচিলাভ কারলেন। এক দিবস চণ্ডীদাস ঐযাদবদাসকে জিজ্ঞাসা করিলেন যে, সংসার কি বস্তু ? যাদবদাস বলিলেন যে, ভাগীরথীর পূর্বপারে শ্ৰীগোক্ৰমৰীপে অনেকগুলি তত্ত্বজ্ঞ বৈষ্ণব বাস করেন ; চল, এই প্রশ্ন তথায় করিবে । আমি মধ্যে মধ্যে তথায় গিয়া, অনেক প্রকার শিক্ষা লাভ . করি । আজকাল ব্রাহ্মণপণ্ডিতদিগের অপেক্ষ শ্ৰীগোক্রমে বৈষ্ণবপণ্ডিতগণ শাস্ত্রসিদ্ধাস্তে বিশেষ নিপুণ । সে দিবস ঐযুত বৈষ্ণবদাস বাবাজীর সহিত তর্ক করিয়া ব্রাহ্মণপণ্ডিতগণ পরাঞ্জিত হইয়াছেন । তোমার যেরূপ প্রশ্ন, তাহ তথায় ভালরূপে মীমাংসিত চাইবে । অপরাহ্লে যাদবদাস ও চণ্ডীদাস গঙ্গা পার হইতেছেন। দময়ন্তী