পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সংসার > X > চেষ্টায় এই মায়া উত্তীর্ণ হইতে পাবেন না । অতএব মাযা পাব হওয। বড়ই কঠিন । আমাকে যিনি প্রপত্তি কবেন অর্থাৎ আমাক শবণাগত হন, তিনিই মাত্র এই মায়া পাব হইতে পাবেন । চণ্ডীদাস । ঠাকুব, আমি এ সকল কথা ভাল কবিয বুঝিতে পাবি না। এই টুকু মাত্ৰ বুঝিতেছি যে, আমব পবিত্র বস্তু ছিলাম , কৃষ্ণকে ভুলিয। আমবা মাযাব হাতে পডিয়াছি , তাহাতত আমবা এজগতে আবদ্ধ ১ঠযাছি। কৃষ্ণ রূপ হইণে আবাব উদ্ধাব পাহতে পাবি, নতুবা এইরূপ দশাতেই থাকিব । ৭ । ত , তুমি এখন এই পৰ্য্যন্ত বিশ্বাস কব । তোমাব শিক্ষক যাদবদাস মহাশয় এই সব তত্ত্বকথা বুঝিতে পাবিতেছেন । উ-হাব নিকট ক্ৰমে বুঝিযা লহবে । ‘শ্ৰীপ্রেমবিবর্তৃ’ গ্রন্থ পাষদ প্রধান ঐ জগদানন্দ পলিযাছেন,— “চিৎকণ— জীব, কৃষ্ণ –fচন্ময ভাস্কব । নিত্য কৃষ্ণে দেখি—কঞ্চে কবেন আদব ॥ কৃষ্ণ-বহিৰ্ম্ম,খ হক ভোগবাঞ্ছা কবে । নিকটস্থ মায়া তাবে জাপটিযl ধবে ॥ পিশাচী পাইলে যেন মতিচ্ছন্ন হয । মায়াগ্রস্ত জীবেব হয সে ভাব উদয় ॥ ‘আমি সিদ্ধ কৃষ্ণদাস’ এই কথা ভুলে । মায়াল নফৰ হঞা চিবদিন বুলে ॥ কন্তু বাজা, কৰ্ভু প্রজা, কৰ্ভু বিপ্র শুদ্র । কন্তু দুঃখী, কভু সুধী, কডু কাট ক্ষুদ্র ॥ কন্তু স্বর্গে, কছু মর্ত্যে, নরকে বা কভু । কন্তু দেব, কদু দৈত্য, কভু দাস, প্ৰভু ॥