পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to জৈবধৰ্ম্ম [ অষ্টম সাধুবৈষ্ণবগণকে যত্নেব সহিত প্রসাদ-সেবা করাইবে, ইহাই কৰ্ত্তব্য ; তাহাতে বৈষ্ণব-আদর হইবে । বৈষ্ণব-সেবায় শুদ্ধবৈষ্ণবমাত্র নিমন্ত্রণ করা উচিত । নি। আমাদেব বড়গাছীতে বৈষ্ণব-সস্তান বলিয়া একটা জাতি উৎপত্তি হইয়াছে। গৃহস্থ কনিষ্ঠাধিকারিগণ র্তাশদিগকে নিমন্ত্রণ করিয়া বৈষ্ণব-সেবা করেন, এটা কিরূপ কায্য ? হ। সেই বৈষ্ণব-সপ্তানদিগেব কি শুদ্ধভক্তি হইয়াছে ? নি। তাহাদের সকলেরই শুদ্ধভক্তি দেখি না । কেবল বৈষ্ণব বলিয়া পরিচয় দেন, কেহ কেহ কেীপীন ও ধারণ কবেন। ত । এরূপ পদ্ধতি কেন প্রচারিত হইতেছে, বলিতে পারি না । এরূপ না হওয়া উচিত ; বোধ হয়, কনিষ্ঠবৈষ্ণবের বৈষ্ণব চিনিবার শক্তি মাই বলিয়া সেরূপ হয় । নি । “বৈষ্ণব-সস্তানে’র কি কোন বিশেষ সন্মান আছে ? হ। বৈষ্ণবেবঙ্গ সন্মান ; “বৈষ্ণব-সস্তান’ যদি শুদ্ধবৈষ্ণব হন, তবে তাহার ভক্তি-তারতম্যক্রমে সম্মানের তারতম্য । নি। “বৈষ্ণবসস্তান’ যদি কেবল ব্যবহারি মনুষ্য হন ? হ। তাহা হইলে তাঙ্গাকে ব্যবহারিক মকুন্থ মধ্যে গণনা করিবে । বৈষ্ণব বলিয়। গণনা বা সন্মান করিবে না । শ্ৰীমন্মহাপ্রভু যে উপদেশ দিয়াছেন, তাহা সৰ্ব্বদ। স্মরণ রাখিবে— তৃণাদপি মুনীচেন তরোরপি সহিষ্ণুনা । অমানিনা মানদেন কীৰ্ত্তনীয়: সদা হরিঃ ॥ (১) স্বয়ং অমানী হইবে এবং সকল মকুন্তকে যথাযোগ্য সন্মান করিবে । যিনি বৈষ্ণব তাহাকে বৈষ্ণবোচিত সন্মান করিবে । যিনি বৈষ্ণব নন (১) কথষ্ঠ ফুটব্য।