পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y(t8 জৈবধৰ্ম্ম নবম

  • বিষযৗব অর্থ গ্রহণ কবিব না’, এত কথাই বলেন। মহোৎসবের জন্য ব্যয় হস্তবে বলিয়। চন্দ্রশেখর একবার একশত মুদ্র লইয়া আসিযা ছিলেন ; কিন্তু লাহিড়ী মহাশয় শ্ৰীদাসগোস্বামীব চরিত্র স্মলণ কবিঘ। সে টকা

গ্রহণ করেন নাই । একদিবস পবমহংস বাবাজী বলিলেন,—লাচিড়ী মহাশয়, আপনাব কিছুতেই অবৈষ্ণবতা নাই ; আমবা ভেক গ্রহণ কবিযাছি, তথাপি আপনাব নিকট আমবা বৈৰাগ্য শিক্ষা কবিতে পাবি ; আপনাব নামটা বৈষ্ণবনাম হইলেষ্ট সকল সম্পূর্ণ হব । লাঠিড়ী মগশষ বলিলেন,—আপনি আমাব পরমণ্ডক, আপনাব য হা ইচ্ছা হয়, তাচাই কবন । বাবাজী মঙ্গাশ্য উদ্ভব করিলেন,—আপনাব নিবাস ত্রশান্তিপুখ ; অতএব আপনাকে আমল শ্ৰীঅদ্বৈতদাস বলিয৷ ডাকিল । লাহিড়ী মহাশয় দণ্ডবং পতিত হইয। নাম প্রসাদ গ্রহণ করিলেন । সেইদিন ইষ্টতে সকলোঈ তাহাকে ঐঙ্গশ্বৈতদাস বলিতে লাগিল । তিনি যে কুটীরে ভজন কবিতেন, সে কুটীবটকে সকলে “অদ্বৈতকুটব’ বলিতে লাগিল । অদ্বৈতদাসেব দিগম্বব চট্টোপাধ্যায় নামে একটা বাল্যবন্ধু ছিলেন । তিমি ঘবনরাজ্যে অনেক ব ৬ বড় চাকৰী করিয৷ ধনে-মনে সম্পন্ন হইয়াছিলেন । অধিক বয়স হইলে তিনি চাকরী ছাণ্ডিয। নিজ গ্রাম অম্বিকায় আসিযা কালিদাস লাহিড়ীর অনুসন্ধান করিতে লাগিলে ম । শুনিলেন যে, কালিদাস লাহিড়ী এখন ঘব দ্বাব ছাড়িয়া শ্ৰীগোক্রমে *অদ্বৈতদাস’ কইরা হরিনাম করিতেছেন । দিগম্বর চট্টোপাধ্যায় ঘোরতব শাক্ত—বৈষ্ণবের মাম শুনিলেই কানে হাত দেন। নিজের পরম বন্ধুর এরূপ অধোগতি হইয়াছে শুনিয়া বলিলেন,—ওরে বামনদাস, একখানা নৌকার যোগাড় কর, আমি অতিশীঘ্র নবদ্বীপে গিয়া আমার দুর্গত বন্ধু কালিদাসকে উদ্ধার