পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম, জড়বিজ্ঞান ও সভ্যতা >やs) দি । না, মিথ্যা কথা কেন বলিব, আমি ঐ দুষ্টখানি গ্রন্থ নকল কবিতে গিয়াছিলাম, কিন্তু পাই নাই । অ । যে গ্রন্থ পড় নাই, তাঙ্গা ভাল, কি মন্দ,— কি করিয়া বলিবে ? এটা আমার গোড়ামি হইল, কি তোমাব ? দি। ভাই, তোমাকে আমি চিবদিন একটু ভয় করি । তুমি বড় বাচাল ছিলে ; এখন আবাব পৈষ্ণব হঠযা বিশেষ বাচাল হইযা পড়িয়াছ। আমি যে কথা বলি, তুমি তাহা কাটিয়া দিতেছ। অ ! আমি দীন-চীন মুর্থ বটে, কিন্তু আমি দেখিযাছি যে, বৈষ্ণবধৰ্ম্ম ব্যতীত আর শুদ্ধধৰ্ম্ম নাই । তুমি চিরদিন বৈষ্ণব-বিদ্বেষ করিযা, নিজের মঙ্গল-পথ দেখিলে না । দি । ( একটু চটিযা ) । হা, আমি এত ভজন-সাধন করি ; তুমি বল, কোন মঙ্গলপথ দেখিলাম না—আমি কি এতদিন ঘোড়ার ঘাস কাটছি ? এই দেখ, তন্ত্রসংগ্রহ’ গানা কি কম পরিশ্রমে হইয়াছে ? তুমি সভ্যতা ও বিজ্ঞানকে নিন্দ করিয়া বৈষ্ণবগিরি কবিবে, ইহাতে আমি কি করিতে পারি ? চল, সভ্যমগুলি তোমাকে ভাল বলে, কি আমাকে, দেখা যাউক । অ । (মনে মনে, কুসঙ্গ ঘোচে, ভালই ) । ভাল ভাঈ, তুমি যখন মরিবে, তোমার সভ্যতা ও প্রাকৃত বিজ্ঞান তোমার কি কাজ কবিবে ? দি। কালিদাস, তুমিও যেমন ! মরণের পর কি আর কিছু আছে ? যতক্ষণ বেঁচে থাক, সভ্যতার সঠিত লোকের যশ গ্রহণ কর, পঞ্চমকারাদিদ্বারা আনন্দ কর, মা নিস্তারিণী মরণেব সমযে যথায় যেমন করিয়া থাকা উচিত, সেইরূপ রাখিবেন। মকীর্ণ হইবে বলিয়া এখনকার ক্লেশ কেন সহ কর? যখন পঞ্চে পঞ্চ মিশাইবে, তখন আর তুমি কোথায় থাকিবে ? এই সংসারই মায়, যোগমায়া ও মহামায় । ইনিই তোমাকে মুখ দিতে