পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ዓo জৈবধৰ্ম্ম [ নবম পারেন এবং মরণান্তে অৰশুই মুক্তি দিবেন ; শক্তি ব্যতীত আর কিছুই নাই—শক্তি হইতে উঠিয়াছ, শক্তিতে পুনরায় যাইবে । শক্তিসেবা কর ; বিজ্ঞানে শক্তি বল দেখ ; যত্ন করিয়া নিজ যোগবল বৃদ্ধি কর ; শেষে সেই অব্যক্ত শক্তি ব্যতীত আর কিছুই নাই। তোমরা কোথা থেকে এক গাজাখুরি চৈতন্য-পুরুষের গল্প আনিয়াছ ? সেই গল্প বিশ্বাস করিয়া ইহকালে কষ্ট পাইতেছ ও পরকালে আমাদের অপেক্ষা কি অধিক পাইবে, তাহা জানি না । পুরুষের সহিত কাজ কি ? শক্তিসেবা কর, শক্তিতেই লয় পাইয়া নিত্য অবস্থান করিবে । অ । ভাই, তুমি ত জড়শক্তি লষ্টয়া মুগ্ধ হইলে । যদি চৈতন্য-পুরুষ থাকে, তবে মরণের পর তোমার কি হইবে ? মুখ কাহাকে বল ? উত্তর —মনের সস্তোষের নাম সুখ । তামি সমস্ত জড়ীয় সুখ বর্জন করিয়া মনের সন্তোষ রূপ সুখ পাইতেছি, যদি পরে কিছু থাকে, তাহাও আমার । তুমি সন্তুষ্ট নও—ঘত ভোগ কর, ততই ভোগ-তৃষ্ণার বৃদ্ধি চয় ; মুখ যে কি বস্তু, তাহ বুঝিলে না ; কেবল ‘মুখ’ ‘মুখ’ করিয়া ভাসিতে ভাসিতে একদিন পতন হইয়। দুঃখের সমুদ্রে পড়িবে। দি । আমার যা হয় হবে, তুমি ভদ্রসঙ্গ-ত্যাগ করিলে কেন ? অ। আমি ভদ্রসঙ্গ ত্যাগ করি নাই, বরং তাহাই লাভ করিয়াছি— অভদ্রসঙ্গ ত্যাগ করিবাব চেষ্টা করিতেছি। দি। অভদ্রসঙ্গ কিরূপ ? অ । রাগ না করিয়া শুন, আমি বলি ( ভl ৪৩০৩৩ — যাবত্তে মায়য়া পৃষ্ঠ ভ্রমাম ইহ কৰ্ম্মভি: | তাবস্তুবৎপ্রসঙ্গানাং সঙ্গঃ স্তান্নো ভবে ভবে ॥ অর্থাৎ হে ভগবন, যে পৰ্য্যন্ত তোমার অপার মায়াবার স্পৃঃ হইয়া