পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও ইতিহাস S අළු লোক আছে। এই বলিয়া দিগম্বর খামাবিষযক গান করিতে কবিতে চলিয়া গেলেন। অদ্বৈতদাস আপন কুটবে তখন নিৰ্ব্বিঘ্নে নাম কবিতে লাগিলেন । দশম অধ্যায় নিত্যপ্রক্ষা ও ইতিহাস স্বায়রত্বের মনেব কথা—গাদিগাছ জয় করিবাব পরামর্শ–পঞ্চোপাসকের মধ্যস্থিত বৈষ্ণব ও শুদ্ধবৈষ্ণব—এই দুইয়েব মধ্যে সনাতন কে—জীবেব সহিত বৈষ্ণবধৰ্ম্মেৰ উদয়—বেদোক্ত শুদ্ধবৈষ্ণব-ধৰ্ম্মেব উপদেশ—বৈষ্ণবধৰ্ম্মের প্রাচীন ইতিহাস—শ্ৰীবৈষ্ণবধৰ্ম্ম মহাপ্রভুর সময়ে পূর্ণ বিকসিত—নামপ্রেম—নৈয়াল্লিকাদিব তাহাতে অনাদব কেন— কি প্রকাব ব্রাহ্মণগণ বৈষ্ণব—নীচ জাতির বৈষ্ণবধৰ্ম্মে আদব কেন—বেদ-বেদান্তে মায়াবাদ নাই—শঙ্কবের তাৎপৰ্য্য কি, তাহা ভগবানই জানেন—অস্ত দেবদেবীব প্রসাদ বৈষ্ণবেত্ব অগ্রাহ্য কেন—তাৎপৰ্য্য—শাস্ত্রে জীবহিংসা প্রসিদ্ধ নয়—শ্ৰাদ্ধতত্ত্ব—কৰ্ম্মকাওঁীয শ্রাদ্ধাদিতে কতদিন অধিকাব ? অগ্রদ্বীপনিবাসী অধ্যাপক শ্ৰীহবিহর ভট্টাচার্য্যেব মনে একটা সন্দেহের উদয হইল। অনেক লোকের সহিত বিচার কবিযাও র্তাহার সন্দেহটা গেল না, বরং তাহাব চিত্তকে অধিক ক্লেশ দিতে লাগিল ' তিনি একদিবস অঙ্কটল গ্রামে শ্ৰীচতুভূজ দ্যায়রত্নকে জিজ্ঞাসা করিলেন,— ভট্টাচাৰ্য্য মহাশয়, বলুন দেখি, বৈষ্ণবধৰ্ম্ম কতদিন হইয়াছে ? হরিহর ভট্টাচাৰ্য্য বৈষ্ণবধৰ্ম্মে দীক্ষিত ও গৃহে কৃষ্ণসেবা করেন। দ্যায়রত্ন মহাশয় স্তায়শাস্ত্রে প্রায় বিংশতি বৎসর পরিশ্রম করিয়া ধৰ্ম্মের প্রতি অনেকটা উদাসীন হইয়াছেন—ধৰ্ম্মের কচকচি ভালবাসেন না ; কেবল শক্তিপূজার সময়ে কিছু কিছু ভক্তি প্রকাশ করেন। হরিহরের প্রশ্নে তাহার মনে এই উদয় হইল যে, হরিহর বৈষ্ণবধৰ্ম্মের পক্ষপাতিত্ব করিয়া আমাকে