পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও পৌত্তলিকতা لاه چ ভাগীরথীর পশ্চিম তীরে কুলিয়া পাহাড়পুর গ্রাম। শ্ৰীনবদ্বীপের অন্তর্গত কোলদ্বীপের মধ্যে ঐ প্রসিদ্ধ গ্রাম অবস্থিত। শ্ৰীমন্মহাপ্রভুর সময়ে তথা শ্ৰীমাধবদাস চট্টোপাধ্যায় ( নামাস্তব ছ’কড়ি চট্টোপাধ্যায় ) মহাশয়ের বিশেষ সন্মান ও প্রাদুর্ভাব ছিল । ছ’কড়ি চট্টের পুত্ৰ শ্ৰীল বংশীবদন নম্বt ঠাকুর। মহাপ্রভুর কৃপায় ঐবংশীবদনানন্দের বিশেষ প্রভূত জন্মিয়াছিল। শ্ৰীকৃষ্ণের বংশীর অবতার বলিয়া তাহাকে সকলেই প্রভু বংশীবদনানন্ধ বলিত। ঐবিষ্ণুপ্রিয়া মাতার একান্ত কৃপাপাত্র বলিয়া প্রভু বংশীবদন বিখ্যাত ছিলেন । ঐপ্রিয়াজীর আদর্শনে শ্ৰীমূৰ্ত্তির সেপ শ্ৰীমায়াপুর হইতে প্রভু বংশী কুলিয়৷ পাহাড়পুরে আনিয়াছিলেন। র্তাহার বংশধরগণ যে সমযে শ্রীজাহ্নবীমাত ঠাকুবাণীর কৃপাবলম্বনপুৰ্ব্বক শ্ৰীপাট বাঘনাপাড় আশ্রয় করিলেন, তখন মালঞ্চবাসী সেবায়েতদিগের হস্তে শ্ৰীমূৰ্ত্তিসেৰ কুলিয়া গ্রামেই রহিল । প্রাচীন নবদ্বীপের অপর পাবে কুলিয়া গ্রাম। কুলিয়া গ্রামের বহুতর পল্লীর মধ্যে চিনাডাঙ্গা প্রভূতি কতিপয় প্রসিদ্ধ স্থান ছিল ৷ চিমাডাঙ্গার কোন ভক্ত বণিকৃ কুলিয়া পাহাড়পুরের শ্ৰীমন্দিরে একটী পারমার্থিক মহোৎসব করিয়াছিলেন। বহুতর ব্রাহ্মণপণ্ডিত ও ষোলক্ৰোশ নবদ্বীপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ সেই মহোৎসবে আহত । মহোৎসবের দিনে সৰ্ব্বদিক্‌ হষ্টতে বৈষ্ণবসকল আসিতেছেন। শ্ৰীবৃসিংহদেবপল্লী হইতে শ্ৰীঅনন্তদাল প্রভূতি, শ্ৰীমায়াপুর চাইতে গোরাচাদদাস বাবাজী প্রভূতি, ঐবিবপুষ্করিণী ৰষ্টতে শ্ৰীনারায়ণদাস বাবাদী প্রভৃতি, শ্ৰীমোদক্রমের প্রসিদ্ধ নরহরিদাল প্রভূতি, ঐগোক্রম হইতে ঐ পরমহংস বাবাজ,ও ঐবৈষ্ণবদাস প্রভৃত্বি, ঐসমুদ্রগড় হইতে শ্ৰীশচীনদনদাস প্রভৃত্তি আদূিত লাগিলেন। ললাটে শ্ৰীহরিমন্দির, গলদেশে তুলসীমালা ও সৰ্ব্বাঙ্গে জীগের নিত্যানন্মের মুজা । উজলিত ইষ্টতেছিল। সকলেরই হস্তে ঐরিনামের মালা, কেহু ক্ষেত্ৰ