পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও পৌত্তলিকতা 는 이 একটা অদ্ভুত ব্যাপার কল্পনা না করিয়া অবিদ্যা-তত্ত্বকে ভাল করিয়া বুঝিয়া লওয়া আবশ্বক। অতএব, ভৌতিক বিষয়ে ঈশ্বরে উপাসনা করিলে কিছু অপরাধ হয না। নিম্নাধিকারীর পক্ষে নিতান্ত প্রয়োজন এবং উচ্চাধিকারীর তাঙ্গতে বিশেষ মঙ্গল উদিত হয । আমাদের বিবেচনায় ঐবিগ্রহপূজা করা ভাল নয়, একথাট একটা মতবাদমাত্র। ইহার সাপক্ষযুক্তি নাই ও সংশাস্ত্র নাই। মোল্লার্জী। শ্ৰীমূৰ্ত্তি পূজা করিলে ঈশ্বরেব ভাব প্রশস্ত হয না । উপাসকের মনে সৰ্ব্বদা ভৌতিক ধৰ্ম্মের সঙ্কোচোদ্য হয় । গোরাচাদ । পুৰ্ব্ব পূৰ্ব্ব ইতিহাস আলোচনা করিলে আপনার সিদ্ধান্তের দোষ পাওয়া যায়। অনেকেষ্ট নিম্নাধিকারী হইয়া শ্ৰীমূৰ্ত্তি পূজা করিতে আরম্ভ করিয়াছেন। সৎসঙ্গে যত তাঙ্গদের উচ্চভাব হইতে থাকে, ততই তাতারা শ্ৰীমূৰ্ত্তির চিন্ময়ত্ব উপলব্ধি করিয়া প্রেমসাগরে মগ্ন হইয়াছেন। স্থিব সিদ্ধান্ত এই যে, সৎসঙ্গই সকলের মূল। চিন্ময় ভগবস্তুক্তের সঙ্গ হইলে চিন্ময় ভগবদ্ভাব উদিত হয়। চিন্ময় ভগবদ্ভাব যত্ত উদিত হইতে থাকে, শ্ৰীমূৰ্ত্তির ভৌতিকভাব ততই লোপ পায়। ক্রমশঃ উচ্চ হওয়া সৌভাগ্যের ফল । পক্ষাস্তরে আর্য্যেতর ধৰ্ম্মে সাধাবণে শ্ৰীমূৰ্ত্তির বিরোধী, কিন্তু বিচার করিয়া দেখুন, তাহাদের মধ্যে কয়জন निाग्न छोष প্রাপ্ত হইয়াছেন। বিতর্ক ও হিংসাতেই তাহাদের দিন যাষ্টতেছে। ভগবস্তুক্তি র্তাহারা কবে অনুভব করিলেন ? মোল্লাৰ্জী। ভাবের সহিত ভগবদ্ভজন ভিতরে থাকিলে ঐ মূর্তিপূজা স্বীকার করিলেও দোষ হয় না। কিন্তু কুকুর, বিড়াল, সর্প, লম্পটপুরুষ ইত্যাদির পূজা করিলে কিপ্রকারে ভগবদ্ভজন হইতে পারে ? পূজ্যপাদ পয়গম্বর সাহেব এরূপ বুৎপরস্তকে বিশেষ তিরস্কার করিয়াছেন । গোরাচাদ , মহুৰ্ম্মমাত্রেই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ। র্তাহার স্বত্তই