পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૦ 8 জৈবধৰ্ম্ম [ দ্বাদশ জগতে যত তীর্থ আছে, তন্মধ্যে শ্রীনবদ্বীপমণ্ডল প্রধান। ঐবৃন্দাবনের স্তায় শ্ৰীনবদ্বীপ ১৬ ক্রোশ। ১৬ ক্রোশে অষ্টদল পদ্ম । পদ্মের কণিকারস্বরূপ শ্ৰীমন্তদ্বীপ। অন্তৰীপের মধ্যভাগ শ্ৰীমায়াপুর। শ্ৰীমায়াপুরের উত্তরাংশে শ্ৰীসীমস্তদ্বীপ। সীমস্তৰীপে ঐসীমস্তিনীদেবীর মন্দির ছিল । মন্দিরের উত্তরভাগে বিম্বপুষ্করিণী ও দক্ষিণভাগে ব্রাহ্মণপুষ্করিণী। বিশ্বপুষ্কৰিণী ও ব্রাহ্মণপুষ্করিণী লইয়া যে ভূমিখণ্ড, তাহাব নাম সাধারণে সিমুলিয়া বলিত। অতএব শ্ৰীনবদ্বীপের উত্তর অংশে একাস্তে সিমুলিয়। গ্রাম। শ্ৰীমহাপ্রভুর সমযে ঐ স্থানটী বহু বহু পণ্ডিতের বাসস্থান ছিল । শচীদেবীব পিতা শ্ৰীনীলাম্বর চক্ৰবৰ্ত্তী মহাশয় ঐ গ্রামে বাস করিতেন । র্তাহার বাটীর অনতিদূরে ব্রজনাথ ভট্টাচাৰ্য্য-নামক একটা বৈদিক ব্রাহ্মণ বাস করিতেন। বিম্বপুষ্করিণী টোলে পাঠ কবিয়া ব্ৰজনাথ অল্পদিনের মধ্যেই হায়শাস্ত্রে অপার পাণ্ডিত্য লাভ করিলেন । বিম্বপুষ্করিণী, ব্রাহ্মণপুষ্করিণী, মায়াপুব, গোক্রম, মধ্যদ্বীপ, আত্মঘট্র, সমুদ্রগড়, কুলিযা, পূৰ্ব্বস্থলী প্রভৃতি স্থানে যে সকল প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন, তাহারা সকলেই ব্ৰজনাথের নূতন নুতন স্তাষের ফকির ভয়ে ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন। যেখানে পণ্ডিতগণ সমাহত হন, ব্ৰজনাথ ন্যায়পঞ্চানন, করিমণ্ডলীতে পঞ্চাননেব ন্যায়, সমবেত পণ্ডিতগণকে নুতন নূতন তর্ক উঠাইয়। জালাতন করিতেন। সেই পণ্ডিতগণের মধ্যে কোন কঠিনহৃদয় নৈয়ায়িক তন্ত্রশাস্ত্রোক্ত মারণবিদ্যার বলে স্তায়পঞ্চাননকে বিনাশ করিবার সঙ্কল্প করিলেন। কন্দ্রৰাপের মেঢ়,স্থলে শ্মশানবাসী হইয়া অহরহঃ মারণমন্ত্র জপ করিতে লাগিলেন । ঘোর অমাবস্তা নিশা, সৰ্ব্বদিক্‌ অন্ধকার হইয়াছে। অৰ্দ্ধয়াত্রে নৈয়ায়িকচুডামণি শ্মশানমধ্যবর্তী হইয়। ইষ্টদেবতাকে আহবান করতঃ বলিতে লাগিলেন,—মাতঃ, এই কলিকালে তুমিই একমাত্র উপাস্তা। শুনিয়াছি, অতি অল্প জপে সন্তুষ্ট হইয়া তুমি বরদান করিয়া থাক। করালবদনি, তোমার