পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সাধন Հօ Գ পূৰ্ণব্ৰহ্ম, তাছা ন হইলে কি এরূপ অপূৰ্ব্ব ন্যায়ফাকিসকল তোমার মস্তিষ্ক হষ্টতে বাঙ্গির হইতে পারিত ? তুমি সতাই গৌরহরি, কেন না এই সকল আশ্চৰ্য্য ফাকি স্বষ্টি করিয়া অজ্ঞান-অন্ধকাবকে ধ্বংস করিয়াছ । অজ্ঞানঅন্ধকাব কাল। তুমি গৌর হইয়া সেই কালিমা দূর করিয়াছ। তুমি করি, কেননা, জগতের চিত্ত হবণ করিতে পার। যে ন্যায়-ফাকি করিয়াছ, তাহাতে আমাক চিত্ত হরণ করিলে। এই কথা বলিতে বলিতে ব্ৰজনাথ একটু উন্মত্তভাবে হে নিমাই পণ্ডিত ! চে গৌরহরি! দয়া কর বলিয়া চীৎকার করিতে লাগিলেন ; আমি কবে তোমার মত ফাকি স্বষ্টি করিতে পারিব, কি জানি তুমি দয়া করিলে আমার স্তায়-শাস্ত্রে কতক শক্তি হইতে পাবে।” ব্ৰজনাথ মনে মনে চিন্তা করিলেন, যাহার গৌরঙ্গরির পূজা করিয়া থাকেন, তাহারা বোধ হয, আমার দ্যায় নিমাইয়ের দ্যায়-পাণ্ডিত্যে আকৃষ্ট হইয়াছেন। দেখা যাক, তাগর গৌরগরির কি কি স্তারগ্রন্থ রাখেন ? এইরূপ বিচার করিয়া ব্ৰজনাৰ্থ গৌরাঙ্গভক্তদিগের সঙ্গ করিবার বাসনা করিলেন । 萨 - “নিমাই পণ্ডিত’ ‘গৌরহরি’ প্রভৃতি শুদ্ধভগবল্লাম বারম্বার উচ্চারণ এবং গৌরভক্তের সঙ্গ-বাসনা, এষ্ট দুইটি কাৰ্য্য ব্ৰজনাথের পক্ষে মহৎফলোমুখ মুকুতি হইয়া উঠিল। ব্ৰজনাথ একদিন স্বীয় পিতামহীর নিকট ভোজন করিবার সময় জিজ্ঞাসা করিলেন,—ঠাকুর মা, তুমি কি গৌরহরিকে দেখিয়াছিলে ? ব্ৰজনাথের পিতামহীর প্রগৌরাঙ্গের নাম শুনিবামাত্র তাহার বাল্যজীবন মনে পড়িল । তিনি বুক্সন,-আহ ! মধুরমুৰ্ত্তি গৌরাঙ্গরূপ আর কি নয়নগোচর হইবে ? সেইরূপ দেখিলে কি কেছ আর সংসার করিতে পারে? তিনি যখন হরিনাম কীৰ্ত্তন कब्रिटछन, ठथन ®हे मददौ८°ङ्ग *७, श्रृंचौ, शुक्र, गठ अंकृङि ८#टभ