পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

–Rob জৈবধৰ্ম্ম [ দ্বাদশ নিস্তব্ধ হইত। সেই ভাব মনে পড়িলে আমাদের চক্ষের জলে বক্ষ ভাসিয়া যায়। ব্ৰজনাথ জিজ্ঞাসা করিলেন,—ঠাকুরমা, তুমি কি তাহার কোন গল্প জান ? পিতামহী বলিলেন,—ই, তিনি শচীমাতার সহিত যখন মাতুলালয়ে আসিতেন, তখন আমাদের কুলবৃদ্ধাগণ র্তাহাকে শাকান্ন ভোজন করাইতেন। তিনি শাকব্যঞ্জনকে বড়ই প্রশংসা কবিযা ভোজন করিতেন। সেই সময়ে ব্ৰজনাথের পাত্রে তদীয় জননী শাক-ব্যঞ্জন অর্পণ করিলে ব্ৰজনাথ ‘নৈয়ায়িক নিমাইপণ্ডিতের প্রিয় শাক’ বলিয়া অfদর করিয়া ভোজন করিতে লাগিলেন। পরমার্থবোধশূন্ত ব্ৰজনাথ ন্যায়-পাণ্ডিত্য সম্বন্ধে নিমাইর প্রতি যে কত অনুরক্ত হইলেন, বলা যায না । নিমাইকে ভাল লাগিল ; নিমাইয়ের নাম শুনিলে সুর্থী হন—“জয় শচীনন্দন বলিয়া কেহ ভিক্ষা কবিতে আসিলে তাহাকে যত্ন করেন। মায়াপুরস্থ পণ্ডিতবাবাজীদিগের নিকট মধ্যে মধ্যে গমন করিয়া গৌরাঙ্গের নাম শ্রবণ করেন এবং তাহার বিদ্যাবিজয়লীলা সম্বন্ধে অনেক প্রশ্ন করেন। এইরূপে দুই চারিমাস গত হইল। ব্ৰজনাথ এখন আব এক প্রকার হইয়াছেন। দ্যায়-পাণ্ডিত্য সম্বন্ধে “নিমাইয়েব নাম ভাল লাগিত, এখন সকল কথায় নিমাইকে ভাল লাগে । স্তায়ের বিষয় আর যত্ন করেন না। এখন নৈয়ায়িক নিমাই’ আর তাহার হৃদয়ে স্থান পান না, ‘ভক্ত নিমাই’ তাহার হৃদয় অধিকাব করিয়া বসিয়াছেন। খোল-করতালের শব্দ গুনিলে তাহার হৃদয় নাচিয়া উঠে, শুদ্ধভক্ত দেখিলে মনে মনে প্রণাম করেন, ঐনবদ্বীপ-ভূমিকে গৌরাঙ্গের ছবির্ভাব-ভূমি বলিয়া ভক্তি করেন। ব্ৰজনাথ শিষ্ট হইয়৷ উঠিয়াছেন। তাহার প্রতিদ্বন্দ্বী পণ্ডিতগণ দেখিলেম, স্তান্থপঞ্চানন এখন শীতল-হৃদয়ে অবস্থিতি করিতেছেন, ফঁাকির বাশ বর্ষণ করিয়া ॐांहाविशदृक् बांद्र बाडिवीरड कcब्रन मी । नब्रांब्रिकष्ट्रप्लांश्रमेिं भcम