পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধাভিধেয়প্রয়োজন ミ<> আমারঃ প্রাহ তত্ত্বং হরিমিত পরমং সৰ্ব্বশক্তিং রসান্ধিম্। তদ্ভিন্নাংশাংশ্চ জীবান প্রকৃতি-কবলিতান তদ্বিমুক্তাংশ্চ ভাবাং ! ভেদাভেদপ্রকাশং সকলমপি হরেঃ সাধনং শুদ্ধভক্তিম্ সাধ্যং তৎপ্রতিমেবেতুপদিশতি জনান গৌরচন্দ্রঃ স্বয়ং সঃ ॥ স্বয়ং ভগবান শ্ৰীমদেগীরচন্দ্র শ্রদ্ধাবান জীবগণকে দশটা তত্ত্ব উপদেশ করিয়াছেন। তন্মধ্যে প্রথমটা প্রমাণ তত্ত্ব ও শেষ নয়ট প্রমেয় তত্ত্ব । যে সকল বিষয় প্রমাণ করা যায়, তাহারাই প্রমেয় এবং যদ্বারা সেই প্রমেয় সকলকে প্রমাণ করা যায়, তাহার নাম প্রমাণ। এই শ্লোকটী দশমূলের সমষ্টি। ইহার পরে যে শ্লোক বলা হইতেছে, তাহাই দশমূলের প্রথম শ্লোক জানিবে। দ্বিতীয় হইতে অষ্টম শ্লোক পৰ্য্যস্ত সম্বন্ধতত্ত্বের বিবৃতি। নবম শ্লোকে অভিধেয় তত্ত্ব। দশম শ্লোকে প্রয়োজন তত্ত্ব। এই সমষ্টি-শ্লোকের অর্থ এই—গুরু-পরম্পরাপ্রাপ্ত বেদবাক্যই আমায় । বেদ ও তদনুগত শ্ৰীমদ্ভাগবতাদি স্মৃতিশাস্ত্র, তথা তদনুগত প্রত্যক্ষাদি প্রমাণই প্রমাণ । সেই প্রমাণদ্বারা স্থির হয় যে, হরিই পরম তত্ত্ব, তিনি সৰ্ব্বশক্তি-সম্পন্ন, তিনি অখিলরসামৃতসিন্ধু ; মুক্ত ও বদ্ধ—দুইপ্রকার জীবই তাহার বিভিন্নাংশ ; বদ্ধজীব মায়াগ্রস্ত, মুক্তজীব মায়ামুক্ত ; চিদচিৎ সমস্ত বিশ্বই শ্ৰীহরির অচিস্ত্যভেদাভেদপ্রকাশ, ভক্তিই একমাত্র সাধন এবং কৃষ্ণপ্রীতিই একমাত্র সাধ্যবস্তু । সমষ্টি শ্লোকের অর্থ শুনিয়া ব্ৰজনাথ কহিলেন,—বাবাজী মহাশয়, এখনও আমার জিজ্ঞাসার অবসর হয় নাই। প্রথম মূলশ্লোক শুনিয়া যাহা চিত্তে উদিত হইবে, তাহ নিবেদন করিব। বৃদ্ধ বাবাজী মহাশয় তাঙ্গা শ্রবণ করিয়া বলিলেন,—ভাল ভাল, আমি প্রথম মূলশ্লোক বুলিতেছি, সমাহিত হইয়া শ্রবণ কর।