পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধাভিধেয়প্রয়োজন ২৩৭ অয়ং নেতা সুরম্যাঙ্গঃ সৰ্ব্বসপ্লক্ষণাম্বিতঃ। রুচিবস্তেজসা যুক্তে বলীয়ান বয়সাদ্বিতঃ ॥ বিবিধস্তৃতভাষাবিৎ সত্যবাক্যঃ প্রিয়ংবদঃ । বাবদুক স্বপাণ্ডিত্যে বুদ্ধিমান প্রতিভান্বিতঃ ॥ বিদগ্ধশ্চতুরো দক্ষ কৃতজ্ঞঃ সুদৃঢ়ব্ৰত: | দেশকালমুপাত্রজ্ঞঃ শাস্ত্রচক্ষুঃ গুচির্বণী ॥ স্থিরো দাস্ত: ক্ষমাশীলে গম্ভীরে ধুতিমান সমঃ । বদান্তে ধাৰ্ম্মিক: শুরঃ করুণো মান্তমানকৃৎ ॥ দক্ষিণে বিনয়ী হ্রীমান শরণাগত-পালকঃ । স্বর্থী ভক্ত-মুহৃৎ প্রেম-বগু: সৰ্ব্বশুভঙ্কর; ॥ অগাধরূপে বৰ্ত্তমান। এই পঞ্চাশের উপর আর পাঁচটা মহাগুণ কৃষ্ণে পূর্ণরূপে আছে এবং অংশে শিবাদি-দেবতায় বৰ্ত্তমান—১ সৰ্ব্বদ স্বরূপসংপ্রাপ্ত, ২ সৰ্ব্বজ্ঞ, ৩ নিত্যনুতন, ৪ সচ্চিদানন্দঘনীভূতস্বরূপ, ৫ অখিলসিদ্ধিবশকারী, অতএব সৰ্ব্বসিদ্ধিনিষেবিত। পরব্যোমনাথ নারায়ণাদিতে আর পাঁচটা গুণ বৰ্ত্তমান আছে ; তাহা কুষ্ণেও পরিপূর্ণ ভাবে থাকে, কিন্তু শিবাদি দেবতা কিম্ব জীবে সে গুণ নাই—১ অচিন্ত্যমহাশক্তিত্ব, ২ কোটীব্রহ্মাওবিগ্রহত্ব, ৩ সকলাবতার-বীজত্ব, ৪ হতশত্রু স্বগতিদায়কত্ব, ৫ আত্মারামগণের আকর্ষকত্ব—এই পাঁচটা গুণ নারায়ণাদিতে থাকিলেও কৃষ্ণে অদ্ভূতরূপে বৰ্ত্তমান। এই ষষ্টিগুণের অতিরিক্ত আর চারিটী গুণ কৃষ্ণে প্রকাশিত আছে ; তাহা নারায়ণেও প্রকাশিত হয় নাই—১ সৰ্ব্বলোকের চমৎকারিণী লীলার কল্লোলসমুদ্র, ২ শৃঙ্গাররসের অতুল্য প্রেমদ্বারা শোভাবিশিষ্ট প্রেষ্ঠমণ্ডল, ও ত্ৰিজগতের চিত্তাকর্ষী মুরলী-গীত-গান, ৪ যাহার সমান ও শ্রেষ্ঠ নাই, এবংবিধ রূপের সৌন্দর্ঘ্য যাহা চরাচরকে বিস্ময়াম্বিত করিয়াছে । ১ লীলাময়, ২ প্রেমবশতঃ প্রেষ্ঠত্ব, ৩ রূপমাধুৰ্য্য ও ৪ ৰেণুমাধুৰ্য্য—এই চাপ্লিট শ্ৰীকৃষ্ণের অসাধারণ গুণ, চারি প্রকার ভেদে অর্থাৎ সাধারণ জীব, গিরিশাদি দেবতা, নারায়ণাদি পরমেশ্বরস্বরূপ এবং সাক্ষাগোবিন্দ-ভেদে সৰ্ব্বশুদ্ধ গণনায় চতুঃষষ্টিও৭ छेक्नोज्ञज्र इहेब्राप्झन ।