পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՏ8 জৈবধৰ্ম্ম [ সপ্তদশ ব্যাটাদিগকেও দোরস্ত করিব । এই কথা মনে করিতে করিতে তিনি একটা কুটীরে প্রবেশ করিলেন। ঘটনাক্রমে সেই কুটীরে শ্রীরঘুনাথদাস বাবাজী মহাশয় কলার পোটের আসনে বসিয়া হরিনাম করিতেছিলেন । মনুষের যে স্বভাব, তাহা তাহাদের মুখে দেখিতে পাওয়া যায় । বুদ্ধ ৰাবাজী মহাশয় দেখিলেন যে, কলি মূৰ্ত্তিমান হইয়া এই ব্রাহ্মণকুমারের বেশ ধারণ করিয়া আসিয়াছেন। বৈষ্ণবেরা স্বভাবতঃ আপনাদিগকে তৃণ অপেক্ষা হীন বলিয়। জানেন, সমস্ত শক্রপীড়ন সহা করিয়া তাহাদের মঙ্গল কামনা করেন, নিজে অমানী হইয়া অন্ত সকলকে মান বিধান করেন, সুতরাং রঘুনাথদাস বাবাজী মহাশয় আদর করিয়া বাণীমাধবকে বসাইলেন । বাণীমাধব নিতান্ত অবৈষ্ণব—-বৈষ্ণবের মর্য্যাদা ন জানিয়! বৃদ্ধবাবাজীকে শূদ্র-বোধে আশীৰ্ব্বাদ করিয়া বসিলেন। বাবাজী মহাশয় জিজ্ঞাসা করিলেন,—বাবা, তোমার নাম কি, এবং কি নিমিত্ত আসিয়াছ ? বুদ্ধবাবাজী ‘তুমি’ ‘আমি বলিয়া কথা কহিলেন, তাঙ্গতে বাণীমাধবের চক্ষে একটু রোষ আসিয়া উপস্থিত হইল। বাণীমাধব একটু বক্রতার সহিত বলিতে লাগিলেন,—ওছে বাবাজী, কৌপীন পরিলেই কি ব্রাহ্মণের সমান হত্তয়া যায় ? সে যাহা হউকৃ, একটা কথা তোমাকে বলি,— ব্ৰজনাথ দ্যায়পঞ্চাননকে তোমরা জান ? বাবাজা। অপরাধ ক্ষমা করুন—বৃদ্ধলোকের বাগৃদোষ ধরিবেন না ; ব্ৰজনাথ কখন কখন কৃপা করিয়া আসেন । বাণী । সে লোকটা বড় সহজ নয় ; দুই চারিদিন আসিলে বিনয়াদির দ্বারা তোমাকে বশীভূত করিয়া তোমার যাহা করিবার, তাহা করিপে। বেলপুকুরের ভট্টাচার্য্যের তোমাদের ব্যবহার দেখিয়া অত্যন্ত বিরোধী ; তাহার পরামর্শ করিয়া ব্ৰজনাথকে তোমাদের নিকট পাঠাইয়াছে। তুমি বৃদ্ধলোক—একটু সাবধানে থাকিবে। আমি মাঝে মাঝে আসিয়।