পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○oV。 জৈবধৰ্ম্ম [ সপ্তদশ জীরের স্থল ও লিঙ্গশরীর সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হইলে বস্তুগত-মায়ামুক্তি হয়। সাধনভক্তির অনুশীলন করিতে কবিতে ভাবভক্তির উদয় হয়। ভাবভক্তিতে জীব দৃঢ়রূপে অবস্থিত হইয়া জড়দেহ-পরিত্যাগানস্তর লিঙ্গদেহকে বিসর্জন দিয়া চিচ্ছরীরে অবস্থিত হন। অতএব সাধনভক্তিকালে মায়িক দশা থাকে, ভাবভক্তির প্রারম্ভেও সে দশ সম্পূর্ণরূপে বিগত হয় না—এই দুই অবস্থা বিচাব করিয়া ‘সাধনভক্ত’ ও ‘ভাবভক্ত’কে ‘মায়াকবলিত পঞ্চপ্রকার জীবের মধ্যে রাখা হইযাছে। বিষযী ও মুমুক্ষুগণ এই পঞ্চপ্রকারের মধ্যে অবখ্য পরিগণিত। মুক্তগণের মধ্যে মায়ামুক্তি হবিভক্তিদ্ধারাই সদ্ধ হয় । জীব অপরাধী হইয়া মায়াবদ্ধ হইযাছেন,—‘আমি কৃষ্ণদাস’ এই কথা বিস্তৃত হওয়াই মূল অপরাধ। কৃষ্ণকৃপা ব্যতীত অপরাধ যায না, স্বতবাং তদ্ব্যতীত মায়ামুক্তিরও সম্ভাবনা নাই। জ্ঞানিসম্প্রদায় এরূপ বিশ্বাস করেন যে, কেবলঞ্জানে মুক্তি হইবে—সেট অমূলক বিশ্বাস ; কৃষ্ণরুপ ব্যতীত মায়ামোচন কখনই হইবে না। অতএব শ্ৰীমদ্ভাগবতে দেবতাদিগেব দুইটী সিদ্ধাস্তযুক্ত শ্লোক (১০২৩২-৩৩) পাওয়া যায়— যেহন্তেহুরবিন্দাক্ষ বিমুক্তমানিনত্বয্যস্তভাবাদবিশুদ্ধবুদ্ধয়: । আরুহ কৃচ্ছে,ণ পরং পদং তত: পতন্ত্যধোহনাদৃতযুদ্মদত্ত যঃ । (১) তথা ন তে মাধব তাবকা; কচিদ ভ্রগুস্তি মার্গাৎ ত্বরি বদ্ধসৌহৃদাঃ ত্বয়াভিগুপ্ত বিচরস্তি নির্ভয় বিনায়কানীকপমুৰ্দ্ধস্থ প্রভো । (২) ব্র । মায়ামুক্ত জীব কত প্রকার ? (১) ১১৬ পৃষ্ঠা দ্রষ্টব্য। (২) হে মাধব, আপনার ভক্তগণ আপনাব স্নেহপাশে দৃঢ়ৰূপে বন্ধ আছেন। স্বতরাং উহাদের, বিমুক্তমানী ব্যক্তিগণের স্তার, ভক্তিপথ হইতে পতনের আশঙ্কা নাই। হে প্রভো, তাহারা আপনার দ্বার স্বরক্ষিত হইয়া বিঘ্নবিনাশনগণের মস্তকে পদার্পণপুৰ্ব্বক निर्डtब्र बिछब्र१ कब्रिग्न १८कन ।