পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জৈবধৰ্ম্ম [ সপ্তদশ سCDob করেন। সাধনকালে যাহারা, কৃষ্ণ ও গেীর, উভয়ের উপাসক, সিন্ধকালে র্তাহার কায়দ্বয় অবলম্বনপূৰ্ব্বক উভয়পীঠে যুগপৎ বর্তমান—ষ্টহাই গৌরকৃষ্ণের অচিস্ত্যভেদাভেদের পরম রহস্ত । এতাবৎ মায়ামুক্ত-অবস্থাবিষয়ক উপদেশ শ্রবণ করতঃ ব্ৰজনাথ থাকিতে না পারিয়া ভাবাবেশে বৃদ্ধবৈঞ্চবের চরণে পড়িয়া কিয়ংক্ষণ থাকিলেন । বাবাজী মহাশয় কাদিতে কঁাদিতে ব্ৰজনাথকে তুলিয়। সুদৃঢ় আলিঙ্গন করিলেন । রাত্রি অনেক হইল, বাবাজী মহাশয়ের নিকট হইতে বিদায় হইয়া ব্ৰজনাথ বাট চলিলেন। পথে জীবের গতি-চিন্তা প্রবল হইয়া উঠিল। গৃহে আসিয়া ভোজন করিবার সময় পিতামঙ্গীকে কহিলেন, —দিদিমা, তোমরা যদি আমাকে দেখিতে চাও, তবে আমার বিবাহেব সম্বন্ধটা স্থগিত কব ও বাণীমাধবকে আর আশ্ৰয দিবে না—সে অামার পরম শত্রু ; কল্য হইতে আমি আর তাহার সহিত কথোপকথন কবিব না , তোমরা ও আর তাহাব যত্ন করি ও না। ব্ৰজনাথের পিতামহী বড় বুদ্ধিমতী ; দিবসে বাণীমাধবের সহিত যে কথোপকথন হষ্টয়াছিল, সেইসব কথা ও ব্রজনাথের কথা আলোচনা করিযা স্থির করিলেন, বিবাহের প্রস্তাবট এখন থাকুক ; ব্ৰঞ্জনাথের যেরূপ ভাল দেখিতেছি, তাহাতে অধিক পীড়াপীড়ি করিলে সে হয় কাশী, না হয়, বৃন্দাবন চলিয়া যাইবে ; ঠাকুরের যাহা ইচ্ছ, তাহাষ্ট গেক ।