পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిరిచి জৈবধৰ্ম্ম [ উনবিংশ নিত্যানন্দ ! হা গদাধর-গৌরাঙ্গ ! তোমরা আমাদিগকে দয়া কর —আমাদিগকে অভিমানশূন্ত করিয়া তোমাদিগের চরণে গ্রহণ কর। ব্রাহ্মণদ্বয়ের এরূপ ভাব দেখিয়া তত্রস্থ বৈষ্ণবগণ ‘জয় মায়াপুরচন্দ্র !” জয় অজিত গৌরাঙ্গ ! "জয় নিত্যানন্দ বলিয়া নৃত্য করিতে লাগিলেন। ক্ষণকালমধ্যে ব্ৰজনাথ স্বীয় ইষ্টদেব স্ত্রীরঘুনাথদাসের চরণে দেহ সমর্পণ কবিলেন। বৃদ্ধ বাবাজীমহাশয় তাহাকে তুলিয়া আলিঙ্গন করিয়া বলিলেন,—বাবা, আজ এ সময়ে কিরূপে আসিলে এবং তোমার সঙ্গী মহাজনই বা কে ? ব্রজনাথ বিনীতভাবে সকল কথা জানাষ্টলে বৈষ্ণবগণ বকুল চৰুতরার উপর তাহাদিগকে যত্নপূর্বক বসাইলেন। বিজয়কুমার শ্ৰীমদ রঘুনাথদাস বাবাজী মহাশয়ের নিকট বিনীতভাবে জিজ্ঞাসা করিলেন—প্রভো, কি প্রকারে প্রয়োজন’ লাভ করিল। বা। আপনার পরমভক্ত, আপনার সমস্ত লাভ করিয়াছেন ; তথাপি আমাকে অনুগ্রহ করিয়া যখন জিজ্ঞাসা করিলেন, তখন আমি যাঙ্গ জানি, তাহা বলি। জ্ঞানকৰ্ম্মাশূন্ত। কৃষ্ণভক্তিই জীবনের প্রয়োজন এবং সেই প্রয়োজন-সিদ্ধির উপায় ; সাধনাবস্থায় তাহার নাম 'সাধনভক্তি’ ও সিদ্ধাবস্থার তাহার নাম ‘প্রেমভক্তি’ । বিজয় । বাবাজী মহাশয়, ভক্তির স্বরূপ-লক্ষণ কি ? না । শ্ৰীমন্মগপ্রভুর আজ্ঞায় শ্ৰীমদুরূপগোস্বামী ‘শ্ৰীভক্তিরসা মৃতসিন্ধু' গ্রন্থ লিখিয়াছেন ; তাহাতে ভক্তির স্বরূপ-লক্ষণ নিরূপিত হইয়াছে, যথা, ( পুৰ্ব্ব-১ লঃ-৯ )— অন্যাভিলাষিতাশূন্তং জ্ঞানকৰ্ম্মাদ্যনাবৃতম্। আল্লকুল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তম ॥ ( ১ ) এই স্বত্রে স্বরূপলক্ষণ ও তটস্থ লক্ষণ বিদরূপে বর্ণিত হইয়াছে। (3) ১৩৭ পৃষ্ঠ দ্রষ্টব্য