পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

<8b~ জৈবধৰ্ম্ম [ বিংশ মহোৎসব, উর্জ দর, জন্মযাত্র, শ্ৰীমূৰ্ত্তিসেবা, ভাগবতশ্রবণ-পাঠ, ভক্তসঙ্গ, নামসঙ্কীৰ্ত্তনমথুরাবাস—শেষোক্ত পাচ অঙ্গে নিরপরাধে স্বল্প সম্বন্ধও অধিক ফলপ্রদ—জ্ঞান, বৈরাগ্য ও বিবেকাদি গুণগণ ভক্তির অঙ্গ নহে—যুক্ত বৈরাগ্য ও ফন্তু বৈরাগ্য—বহু অঙ্গ বা মুখ্য একাঙ্গ সাধনে নিষ্ঠাই সিদ্ধিপ্রদ । ব্ৰজনাথ ও বিজয়কুমার দুই প্রঙ্গরের মধ্যে বাটতে পৌছিলেন । ব্ৰজনাথের মাত ভ্রাতাকে বিশেষ-যত্ন সহকারে স্বসেব্য প্রসাদার সেবন করাষ্টলেন । আহারান্তে মাতুল ও ভাগিনেয় পরস্পর অনেক প্রকার প্রেমালাপ করিতে লাগিলেন। ব্ৰজনাথ যে সকল উপদেশ পূৰ্ব্বে শ্রবণ" করিয়াছেন, সে সমস্তষ্ট ক্রমে ক্রমে মাতুল মহাশয়কে বলিলেন। বিজয়কুমার তৎশ্রবণে আমন্দমগ্ন হইয়া ভাগিনেয়কে বলিলেন,—তোমার বড় সৌভাগ্য ! এই সকল তত্ত্বকথা তুমি মহজ্জনের নিকট শ্রবণ করিয়াছ"; ভক্তিকথা ও তরিকথা-শ্রবণে মঙ্গল উদিত হয় বটে, কিন্তু মহৎমুখ-নিঃস্থত ঐ সকল কথা কর্ণে প্রবেশ করলে অতিশীঘ্ৰ ফলদ হয় । বাবা, তুমি সৰ্ব্বশাস্ত্রে পণ্ডিত, বিশেষতঃ ন্যায়শাস্ত্রে অদ্বিতীয় , পৈদিক ব্রাহ্মণের মধ্যে কুলীন, নিধনও ন ও , এই সমস্ত সম্পত্তি এখন তোমার অলঙ্কারস্বরূপ হইয়াছে ; যেহেতু সাধু বৈষ্ণব-পদাশ্রয়পূৰ্ব্বক শ্ৰীকৃষ্ণকথায় তুমি রতিলাভ করিতেছ। o চণ্ডীমণ্ডপে বসিয়া মাতুল ও ভাগিনেয় পরমার্থবিষয়ে এইরূপ আলোচনী করিতেছিলেন, এমন সময়ে ব্ৰজনাথের মাভা পার্শ্বগুহে আসিয়া ধীরে ধীরে বিজয়কুমারকে বলিতে লাগিলেন,—ভাই, অনেকদিন পরে তুমি আসিয়াছ, তোমার ভাগিনেয়কে যত্ন করিয়া গৃহস্থ করিয়া দেও ; ব্রজনাথের ব্যবহার দেখিয়া আমার বিশেষ ভয় হইয়াছে যে, ব্ৰজনাথ গৃহস্থ হইবে না। ঘটক ভট্টাচাৰ্য অনেক সম্বন্ধ আনিতেছেন কিন্তু ব্ৰজনাথের ধনুৰ্ভঙ্গ-পণ এই যে, সে বিবাহ কৰিবে না ; শাশুড়ী ঠাকুরাণীও এ বিষয়ে যত্ন করলেন, কিছু