পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধাভিধেয়প্রয়োজন S/83 করিতে পারিলেন না । ভগ্নীর ঐসকল কথা শুনিয়া • বিজয়কুমার কহিলেন,—আমি এখানে ১ • ১ দিন থাকিব, ক্রমশঃ যুক্তি করিয়া তোমাকে এ বিষয়ে যাহা হয়, তাহ বলিব ; এখন তুমি অন্দরে প্রবেশ কর । ব্ৰজনাথের জননী অন্দবে প্রবেশ করিলে বিজয়কুমার পুনরায় পরমার্থ আলোচনা করিতে লাগিলেন ; আলোচনা কবিতে করিতে সে দিবস অতিবাচিত হইল। পরদিন আহারান্তে বিজয়কুমাৰ ব্ৰজনাথকে কহিলেন, —অদ্য সন্ধ্যার সময় শ্ৰীবাস-অঙ্গনে গিয়া পূজ্যপাদ বাবাজী মহাশয়ের শ্ৰীমুখ হইতে শ্ৰীৰূপ গোস্বামীর চতুঃষষ্টি ভক্তির অঙ্গ-বিবরণ শ্রবণ করিতে হইবে। ব্ৰজনাথ, তোমার মত সাধু-সঙ্গ যেন আমার জন্মে জন্মে হয় ; তোমার সঙ্গ না পাইলে, বোধ হয়, আমার উপদেশামৃত লাভ হইত না । দেখ, বাবাজীমহাশয় বলিয়াছেন যে, বৈধমার্গ ও রাগমার্গ—দুষ্ট প্রকার সাধন-ভক্তিব মার্গ আছে ; আমবা প্রকৃত-প্রস্তাবে বৈধমার্গের অধিকারী, রাগমার্গসম্বন্ধে উপদেশ শ্রবণ করিবার পূৰ্ব্বেই বৈধমার্গ ভালরূপে বুঝিয়া লইয়া সাধনকাৰ্য্য আরম্ভ করিব। গতকল্য বাবাজীমহাশয় যে নববিধ ভক্তির বিচার করিয়াছেন, তাহা শ্রবণ করিয়া কিরূপে কাৰ্য্যাবস্ত করিব, তাহা বুঝিতে পারিতেছি না—অদ্য সে সব কথা ভালকপে বুঝিয়া লইতে "হইবে। এইরূপ নানাবিধ কথোপকথন হইতেছে এমন সময় অংশুমালী অস্তাচলে গমন করিবার উদ্যোগ করলেন। আমাদের ভক্তযুগল ধীরে ধীরে “হরিবোল” “হরিবোল” বলিতে ৰলিতে শ্ৰীবাস অঙ্গনে উপস্থিত হইয়া বৈষ্ণবমণ্ডলীকে দণ্ডবংপ্ৰণাম কৰণানন্তর বৃদ্ধ বাবাজীর কুটীরে প্রবেশ করিলেন। বাবাজীমহাশয় জিজ্ঞাসু ভক্তদিগকে দর্শন করতঃ পরমাননো তাহাদিগকে আলিঙ্গন করিয়া কলার পেটের আসনের উপর বসাইলেন।