পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ッqo জৈবধৰ্ম্ম [ একবিংশ প্তাহারা বারংবার বাবাজী মহাশয়ের পদধূলি আস্বাদনপূৰ্ব্বক মস্তকে ধারণ করিতে লাগিলেন। ব্ৰজনাথ বাট হইতে আসিবার পূৰ্ব্বে শ্ৰীমন্মহাপ্রভুর, ভোগ-সামগ্ৰী আনিবার যে ব্যবস্থা করিয়া আসিয়াছিলেন, তদনুসারে, ঠাকার গৃহভৃত্যদ্বয় অনেক মুখাদ্য দ্রব্যাদি আনিয়া উপস্থিত করিল। বিজয়কুমার ও ব্ৰজনাথ করযোড়পূর্বক বৈষ্ণবদিগকে জানাইলেন,— আমাদের আনীত ভোগ-দ্রব্যসকল মঞ্ছাপ্রভুকে নিবেদন করুন। শ্ৰীবাসঅঙ্গনের অধিকারী মহাশয় পূজারীদ্বারা ভোগ পাক করাইয়া ত্ৰপঞ্চতত্ত্বকে সমর্পণ কবিলেন । শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিল। বৈষ্ণবগণ করতাল-মৃদঙ্গ লইয়া শ্ৰীশ্ৰীমহাপ্রভূর সম্মুখে ভোগারাত্রিক গান করিতে লাগিলেন ; অনেক বৈষ্ণবগণ ক্রমশঃ আসিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিলেন ; মহাসমাবোহে ভোগ হইয়া গেল। নাটমন্দিরে বৈঞ্চবদিগের প্রসাদ পাইবার স্থান হইল ;. “হরেনাম” এই শব্দ উচ্চৈঃস্বরে পঠিত হইল, সমস্ত বৈষ্ণব আপন আপন জলপাত্ৰ লইয়া একত্র কইলেন। প্রসাদ-সেবাকালে কবিতাসকল পঠিত হইতে লাগিল ; বৈষ্ণবগণ সেবায় বসিলেন। ব্ৰজনাথ ও বিজয়কুমার পরে অধরান্ন পাইব মনে করিয়া বসিতে চাঙ্গিলেন না, কিন্তু প্রধান প্রধান বাবাজীগণ র্তাহাদিগকে বলপূৰ্ব্বক বসাইয়া দিয়া বলিলেন যে, তোমর! श्रृश्श् বৈষ্ণব, তোমাদের চরণে দওবং প্রণাম করিতে পারিলে ধষ্ঠ হই । বিজয়কুমার ও ব্রজনাথ খলিলেন,—আপনার মহাস্ত, ত্যাগিবৈষ্ণব। আপনাদের অধরামৃত পাওয়াই আমাদের সৌভাগ্য ; আপনাদের সঙ্গে ৰসিলে আমাদের অপরাধ হয়। বৈষ্ণবগণ বনিলেন,—বৈষ্ণবতায় গৃহস্থ ও গৃহত্যাগীর কোন ভেদ নাই, কেবল ভক্তিব পরিমাণ-অনুসারে বৈষ্ণবের তারতম্য। এরূপ কৃপাবার্তার সঙ্গে সকলেই প্রসাদ সেবায় বসিলেন ৯ শুরুদেবের প্রলাদ লাভ করিবার আশায়, বিজয় ও ব্ৰজনাথ প্রসাদ কোলে