পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৩৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধাভিধেয়প্রয়োজন צףס কবিয়া অপেক্ষা কবিতে লাগিলেন । বৈষ্ণবগণ প্রসাদ পাইতে পাইতে তাঙ্গ দেখিতে পাইযা শ্ৰীল রঘুনাথদাস বাবাজীকে কহিলেন—হে বৈষ্ণবপ্রবব, আপনাব শিষ্যদ্বয়কে কৃপা ককন, নতুবা তাহারা প্রসাদসেবা কবিতেছেন না। তচ্ছ বণে বৃদ্ধ বাবালী মহাশয র্তাহাব শিষ্যদ্বয়েব হন্তে ভূক্তপ্রসাদ অর্পণ করিলে তাহাবা পরমার্থজ্ঞানে তাহ প্রাপ্ত চইলেন , * শ্ৰীগুরুবে নমঃ” বলিযা তাতারা প্রসাদ সেবা করিতে লাগিলেন । মধ্যে মধ্যে “সাধু সাবধান” ও প্রসাদমাহাত্ম্য-স্বচক বচনসকল উচ্চারিত হইতে লাগিল । আহা ! তখন ঐবাসাঙ্গনেব নাট মন্দিবে কি শোভা উদয় হইল। তখন ভক্তগণ দেখিতে লাগিলেন, যেন শ্ৰীশচী, সীতা, মালিনী দেবী প্রসাদ আনযন কবিতেছেন, শ্ৰীমন্মতা প্ৰভু সপবিকরে প্রসাদ সেব কবিতেছেন। “মাযাপুরে নিত্যলীলা কবে গৌববাষ। মুকুতিব বলে ভক্ত দেখিবাবে পায় ॥” এই শ্রীজগদানন্দকৃত ‘প্রেমবিবৰ্ত্তেব’ পদ্য বৈষ্ণবগণেব স্মরণপথে আসিল । যে পৰ্য্যস্ত সেই লীলা দৃষ্টিগোচব হইতে লাগিল, সে পৰ্য্যস্ত স্তম্ভিত হওয়ায় বৈষ্ণবগণের প্রসাদসেবা বন্ধ ছিল। কিয়ৎক্ষণ পরে, সেই লীলা অপ্রকট হইলে ভক্তগণ পৰম্পবেব মুখ দেখিয়া ক্রনন করিতে লাগিলেন। তখন প্রসাদান্নের কি যে অপূৰ্ব্ব আস্বাদন হইল, তাহ ব্যক্ত কব যায় না ; সকলেই বলিতে লাগিলেন,—এই দুই ব্রাহ্মণকুমার মহাপ্রভূর নিতান্ত কৃপাপাত্র ; ইহঁাদের মঙ্গোৎসবে গৌরলীলা পুনঃপ্রকট হইল। ব্ৰজনাথ ও বিজয়কুমাব কঁদিতে কঁাদিতে বলিলেন,—মামরা : দীন, অকিঞ্চন, কিছুই জানিন—এ সমস্তই শ্ৰীগুরু ও বৈষ্ণবের কৃপায় আমরা দেখিতে পাইলাম । প্রসাদ-সেবাস্তে বৈষ্ণবদিগের আজ্ঞা পাইয়া বিজয় ও ব্ৰজনাথ গৃহে গমন