পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిy:్చ জৈবধৰ্ম্ম [ একবিংশ এবং যেখানে সেখানে কৃষ্ণলীলা শ্রবণ করি, যখন যখন কৃষ্ণলীলা অনুশীলন করি, তখন তখনই আমার হৃদয়ে এরূপ একটা ভাব উদিত হয় যে, আমি শ্ৰীমতী ললিতা দেবীর ন্তায় যুগলসেবা করি। বাবাজী। তোমার আর বলিতে হইবে না, তুমি শ্ৰীললিতাদেবীর অনুগত মঞ্জরীবিশেষ। তোমার কোন সেবা ভাল লাগে ? বিজয় । আমার মনে হয় যে, শ্ৰীললিতা দেবী আমাকে পুষ্পমালা গুম্ফন করিতে আজ্ঞা দেন—আমি মুন্দর পুষ্প চয়ন করিয়া মালা গুম্ফন করিয়া তাহার শ্রীহস্তে দিব ; তিনি আমার প্রতি কৃপ্লা-হাস্ত করিয়া রাধাকৃষ্ণের গলদেশে অৰ্পণ করিবেন। বাবাজী। তোমার সেই সেবাসাধন সিদ্ধ হউকৃ—আমি আশীৰ্ব্বাদ করি। বিজয়কুমার তামনি ঐগুরুদেবের পাদপদ্মে পড়িয়া অজস্র বোদন করিতে লাগিলেন ; তাহার ভাব দেখিয়া বাবাজীমহাশয র্তাঙ্গকে কহিলেন —পাবা, তুমি নিরস্তুর এই ভাবে রাগামুগা-ভক্তির সাধন কর, বাহে নিরস্তর বৈধৗ-ভক্তির সাধন-অঙ্গসকল শোভা পাইতে থাকুক্‌ ! বিজয়কুমারের সম্পত্তি দেখিয়া ব্ৰজনাথ গুরুদেবের চরণে নিবেদন করিলেন,— প্রভো, আমি যখন যখন কৃষ্ণলীলা অনুশীলন করি, তখন তখনই সুবলের অনুগত হইয়া থাকিতে বাসনা জন্মায় । বাবাজী । তোমার কোন কার্য্যে রুচি হয় ? ব্ৰজনাথ মুবলের সঙ্গে সঙ্গে মৃদুরগত গাভীবৎসকে ফিরাইয়া আনিতে আমার বড় ভাল লাগে । কৃষ্ণ একস্থলে বসিয়া বঁাশী বাজাইবেন, আমি সুবলের অনুগ্রহে গোবৎসগণকে জল পান করাইয়া ভাই-কৃষ্ণের নিকট আনিয়া দিব—এষ্টরূপ আমার সাধ হয় । বাবাজী। আমি তোমাকে আশীৰ্ব্বাদ করি, তুমি মুৰলের অনুগত হইয়া কৃষ্ণসেবা করিতে থাক ; তুমি সখ্যরসের অধিকারী।