পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిy8 জৈবধৰ্ম্ম [ একবিংশ করিতে হইবে, তাহা বিচার করিয়! লওয়া যাউক । ব্ৰজনাথ, তুমি সরল চিত্তে আমাকে বল, তুমি কি করিতে চাও? বিবাহ করিবে, কি পরিব্রাজক হইবে ? আমি তোমাকে কোন পিষয়ের অনুরোধ করি না ; তোমার মাতাঠাকুরাণীকে বুঝাইবাব জন্য তোমার মনের কথা আমি জিজ্ঞাসা করিতেছি । ব্ৰজনাথ । মামা, আপনি আমার ভক্তির পাত্র, তাহাতে পণ্ডিত ও বৈষ্ণব ; পিতার অভাবে আপনিই কৰ্ত্তা, আপনি যাহ। আজ্ঞা করিলেন, আমি সেই পথ লক্টতে প্রস্তুত ; পাছে আসক্ত হইয়া পরমার্থ ভুলিয়াই যাই, এই জন্ত বিবাহ করিতে চাই না ; আপনার মত কি ? বিজয় । আমি তোমাকে কোন বিষয়ে বাধা করিব না , তুমি নিজে .একটা সিদ্ধাস্ত কবিয়া বল । ব্ৰজনাথ। আমার বিবেচনায় ঐ গুরুদেবের আজ্ঞ লষ্টয়া কাৰ্য্য করা ভাল। বিজয় । ভাল, আগামী কল্য প্রভূপাদের নিকট হইতে এ বিষয়ের আজ্ঞা লইব । ব্ৰজনাথ। মাতুল মহাশয়, আপনার ভাব কি ? আপনি কি গৃহস্থ থাকিবেন, না পরিব্রাজক হইবেন ? বিজয় । বাবা তোমার ন্যায় আমিও অস্থির সিদ্ধাস্ত—একবার মনে করিতেছি, এই যাত্রায় পরিব্রাজক হইয়। গৃহস্থধৰ্ম্মের অগ্নি নিৰ্ব্বাণ করি ; আবার ভাবিতেছি, তাহা করিলে, পাছে হৃদয় শুষ্ক হইয়া ভক্তিরস হইতে বঞ্চিত হয়। আমারও ইচ্ছা ধে, শ্ৰীপ্রভুপাদের আজ্ঞা লইয়া এ বিষয়ে কাৰ্য্য করি । রাত্রি অনেক হইল—এখন ঘরে যাওয়া উচিত, ইহা স্থির করিয়া মাতুল ও ভাগিনেয় উভয়ে হরিগুণ গান করিতে করিতে বাটতে পৌছিলেন এবং প্রসাদার সেবনপূর্বক শয্যারূঢ় হইলেন।