পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8 о о জৈবধৰ্ম্ম [ ত্রয়োবিংশ হইতে বিদায় হইয়া কিছু দূর গমন করত: মনে করিলেন যে ‘নামতত্ত্ব না জানিয়া বাট যাইব না’। বিল্বপুষ্করিণীতে পুনরাবৰ্ত্তন করতঃ আবার ভগিনী ও ভাগিনেয়কে দর্শন করিয বলিলেন—“আমি আর দুই একদিন থাকিয়া বাট যাইব’ । অপরাহ্লে ব্ৰঞ্জনাথের চণ্ডীমণ্ডপে রামামু জীয় ( বামানন্দীয় ? )-সম্প্রদায়ী শ্ৰী-তিলকধারী দুইটী বৈষ্ণব আসিয়া উপস্তিত হইলেন । ব্ৰজনাৰ্থেব বাটীর সম্মুখে দিব্য একটা পনসবুক্ষেব ছায়ায় উক্ত বৈষ্ণবদ্বয় আসন করিয়া বসিলেন এবং পতিত কাষ্ঠসকল আহরণ করতঃ একটা ধুনী জালাইয়। ইন্দ্রাশনের ধৰ্ম পান করিতে লাগিলেন। ব্ৰজনাথের ‘জননী অতিথিসেবায় আনন্দলাভ করিতেন । অভূক্ত অতিথি দেখিয়া তিনি গৃহ তইতে নানাবিধ খাদ্যদ্রব্য আনয়ন কবিলেন ; তাহারা সন্তুষ্ট হইয়। রোটিকা পাক করিতে আরম্ভ করিলেন। বৈষ্ণবদ্ধয়ের প্রশান্ত মুখ শ্ৰী -দর্শন করিয়া ব্ৰজনাথ ও বিজয়কুমার তাহাদিগেব নিকট ক্রমশঃ আকৃষ্ট হইলেন। ব্ৰজনাথ ও বিজয়ের গলে তুলসীমালা এবং অঙ্গে দ্বাদশতিলক দেখিয়া তাহাদিগকে সম্মান করতঃ বিস্তীর্ণ কম্বলের উপর বসাইলেন । ব্ৰজনাথের প্রশ্নক্রমে একটী বাবাজী কহিলেন,—মহারাজ, আমরা অযোধ্যা দশন করিয়া শ্ৰীধাম নবদ্বীপে আসিয়াছি, চৈতন্যপ্রভুর লীলাস্থান দর্শন করিব—ইহাই আমাদের মানস । ব্ৰজনাথ কহিলেন,--আপনার শ্ৰীনবদ্বীপেই পৌঁছিয়াছেন ; অন্ত এইস্থানে বিশ্রাম করিয়া শ্ৰীমন্মহাপ্রভুর জন্মস্থান ও শ্রীলাস-অঙ্গন দর্শন করুন। বাবা জীদ্বয় মহানন্দে শ্ৰীগীত হইতে পাঠ করিলেন (১৫৬)—“যদগত্বা ন নিবৰ্ত্তস্তে তদ্ধাম পরমং মম।” আমরা আজ ধন্ত হইলাম—সপ্তপুরীমধ্যে প্রধান শ্ৰীমায়াতীর্থ দৰ্শন করিলাম। বাবাজীৰয় সেই পনসবৃক্ষতলে আসীন হষ্টয়া ‘অর্থপঞ্চক’ (১) আলোচনা করিতে লাগিলেন। সেই অর্থপঞ্চকে ‘স্ব-স্বরূপ, পর-স্বরূপ, কলিঙ্কান্ত!—ীিগৌড়ীয় মঠ হইতে প্রকাশিত উক্ত গ্রন্থ দ্রষ্টশ্য।