পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধাভিধেয়প্রয়োজন 8 o X "উপায়-স্বরূপ’, ‘পুরুষাৰ্থ-স্বরূপ এবং ‘বিবোধি-স্বরূপ”—এই পাঁচটা বিষয়ের বিবরণ শ্রবণ করতঃ বিজয়কুমাব ঐসম্প্রদাযের তত্ত্বত্রয় লইষা অনেক বিচাব কবিতে লাগিলেন । বহুক্ষণ বিচার হইলে পর বিজয়কুমার বলিলেন,—আপনাদের সম্প্রদায়ে শ্ৰীনামতত্ত্বের কিরূপ সিদ্ধাস্ত আছে, বলুন। উক্ত বৈষ্ণবদ্বয় তদুত্তবে যাঙ্গ কিছু বলিলেন, তাহ শুনিয ব্ৰজনাথ ও বিজযেব মনে কিছু- মাত্র মুখ হইল না । ব্ৰজনাথ কহিলেন,— মামা, অনেক বিচাৰ কবিয়া দেখিলাম যে, কৃষ্ণনামাশ্রয ব্যতীত জীবের আব মঙ্গল নাই। শুদ্ধকৃষ্ণনাম জগতে প্রচার করিবাব নিমিত্ত আমাদের প্ৰাণেশ্বর গৌরাঙ্গ এই মাযাতীর্থে অবতীর্ণ হই যাছিলেন। শ্ৰীগুকদেব গতকল্য যে উপদেশ দিঘাছিলেন, তন্মধ্যে বলিযাছিলেন যে, সমস্ত ভক্তিপ্রকারের মধ্যে শ্রীনামই প্রধান ; আবি ও বলিযাছিলেন যে, নামতত্ত্ব পৃথগ রূপে বুঝিয লইবে । মামা, চলুন অদ্যই সন্ধ্যাকালে এই বিষয়টা ভাল করিয়া বুঝিযা লই । অতিথি-বৈষ্ণবদিগকে বিশেষ যত্ন করত: র্তাহারা নানাবিধ আলোচনায় অপরাহ্ল কালটী যাপন কবিলেন। সন্ধ্যা-আবাত্রিক সমাপ্ত করিয়া বৈষ্ণবগণ শ্ৰীবাস-অঙ্গনে বকুল-চবুতরার উপর বসিয়া আছেন ; বৃদ্ধ রঘুনাথদাস বাবাজীমহাশয় তন্মধ্যে বসিয়া তুলসীমালাষ নামসংখ্যা কবিতেছেন, এমন সময় ব্ৰজনাথ ও বিজয় আসিয়া সাষ্টাঙ্গে প্ৰণিপাত করিলেন । বাবাজীমহাশয় তাহাদিগকে আলিঙ্গন করতঃ কহিলেন,-—তোমাদের ভজনমুখ বৃদ্ধি পাইতেছে ত’ ? বিজয় করযোড়ে কহিলেন,—প্রভো, আপনার রূপায় আমাদের সর্বত্র মঙ্গল ; কৃপা করিয়া অস্তু আমাদিগকে নামতত্ত্ব উপদেশ করুন। বালাজমহাশয় প্রফুল্লবদনে বলিতে লাগিলেন,—ভগবানের নাম দুই প্রকার, মুখ্য ও গৌণ ; জগৎস্থষ্টি হষ্টতে মায়াগুণ অবলম্বনপূর্বক যে সকল নাম প্রচলিত হইয়াছে, সে সমস্তই গৌণ অর্থাৎ গুণসম্বন্ধীয়—‘স্বষ্টিকৰ্ত্তা’, ‘জগৎপাতা’, २७