পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্বিংশ অধ্যায় নিত্যথম্ম ও সম্বন্ধাভিপ্রেক্স প্রয়োজন ( প্রমেয়ান্তর্গত নামাপরাধবিচার ) ব্ৰজনাথ ও বিজয়কুমারের বাবাজীর নিকট নামাপরাধতত্ত্ব জিজ্ঞাসা—নামাপরাধের গুরুত্ব—নামাপরাধ ক্ষয়ের উপায়—শুদ্ধনীম—দশবিধ নামাপরাধ—অপরাধগুলির সবিস্তার ব্যাখ্য—(১) সাধুনিন্দা—(২) শিবাদি দেবতাকে স্বতন্ত্র ঈশ্বর জ্ঞান—(৩) গুৰ্ব্ববজ্ঞা—(s) শ্ৰুতিশাস্ত্র নিন্দ।—(৫) হরিনামে অর্থবাদ—(৬) হরিনামে অর্থকল্পনা—(৭) নামবলে পাপাচরণ—(৮) অষ্ঠ শুভকৰ্ম্মের সহিত নামের তুল্যজ্ঞান—(১) অগ্রদধানে নাম উপদেশ (১-) স্থল-লিঙ্গ দেহে অহং মম ভাব। ব্ৰজনাথ ও বিজয়কুমাব সে রাত্রে বিশুদ্ধভাবে তুলসীমালায় সংখ্যা রাখিয়া অৰ্দ্ধলক্ষ নাম করিয়া অধিক রাত্রে নিদ্রা গেলেন। উভয়েই শুদ্ধনামে কৃষ্ণকৃপা অকুভব করিয়া পরদিন প্রতে পৰস্পর সমস্ত কথা বলিয়া প্রভূত আনন্দ লাভ করিয়াছিলেন। গঙ্গাস্নান, কৃষ্ণাচন, হরিনাম, দশমূলপাঠ, শ্ৰীভাগবত-আলোচনা, বৈষ্ণবসেবা ও ভগবৎপ্রসাদ-সেবা ইত্যাদি বিষয়ে দিবস যাপন করতঃ সন্ধ্যার পর শ্ৰীবাস-অঙ্গনে বৃদ্ধ বাবাজীমহাশয়ের কুটীরে উপস্থিত হইলেন। সাষ্টাঙ্গ দণ্ডবং প্রণাম করতঃ উভয়ে সমাসীন হইলে পূৰ্ব্বদিনের প্রস্তাব মত বিজয়কুমার নামাপরাধ-ভৰ জিজ্ঞাসা করিলেন । স্বীয় স্বাভাবিক প্রসন্নতার সহিত বাবাজী মহাশয় বলিতে লাগিলেন—নাম যেরূপ সৰ্ব্বোত্তম তত্ব, নামাপরাধ সেইরূপ সকল প্রকার পাপ ও অপরাধ অপেক্ষা কঠিন । সৰ্ব্বপ্রকার পাপ ও অপরাধ নামাপ্রয়মাত্রেই দূর হয়, নামাপরাধ তত সহজে যায় না। পদ্মে—