পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধাভিধেয় প্রয়োজন 8:సి বৃহদ্বিষ্ণুপুরাণে—নামোহস্ত যাবতী শক্তি: পাপনিহঁরণে হরে । তাবৎ কৰ্ত্তং ন শক্লোতি পাতকং পাতকী জন ॥(১) এই সমস্ত নামমাহাত্ম্য পরম সত্য, ইহা প্রবণ করিয়া কৰ্ম্ম ও জ্ঞানব্যবসায়ী লোক নিজ নিজ ব্যবসায় বক্ষার নিমিও ইগতে অর্থবাদ করেন। অর্থবাদ এই যে, শাস্ত্র নামসম্বন্ধে যে মাহাত্ম্য বলিয়াছেন তাহ প্রকৃত নয়, কেবল নামে মতি প্রদান কবিবাব জন্য এরূপ ফলশ্রুতি লিখিয়াছেন। এই নামাপরাধে সেই সকল লোকের নামে রুচি হয় না। তোমরা শাস্ত্রোক্তবাক্যে বিশ্বাসপূৰ্ব্বক হরিনাম কবিবে ; যাহারা অর্থবাদ করেন, তাহাদিগের সঙ্গ করিবে না, এমন কি হঠাৎ তাহাদিগকে দেখিলে বস্ত্রের সহিত স্নান করিবে, এরূপ শিক্ষা শ্ৰীগৌরাঙ্গ দিয়াছেন। বিজয় । প্রভো, গৃহস্থলোকের পক্ষে শুদ্ধনামগ্রহণ বড় সহজ নহে, কেননা, তাহারা সৰ্ব্বদা নামাপরাধী অসংলোকে পরিবৃত। আমাদের ন্তায় ব্রাহ্মণ-পণ্ডিতের পক্ষে সৎসঙ্গ বড় কঠিন ! হে প্রভো, আপনি কৃপা করিয়া সেই সকল কুসঙ্গ-পরিত্যাগে শক্তি প্রদান করুন। আপনার মুখে যতই শ্রবণ করিতেছি,ততই শুশ্রুষা বৃদ্ধি পাইতেছে। এখন ষষ্ঠাপরাধ বলুন। বাবাজী । ভগবানের নামসকলকে কল্পিত মনে করিলে ষষ্ঠপরাধ হয়। মায়াবাদিগণ এবং কৰ্ম্মজড়সকল মনে করেন যে, পরমতৰ ব্ৰহ্ম নিৰ্ব্বিকার ও নামরূপশূন্ত। তাহার রামকৃষ্ণাদি-নাম কাৰ্য্যসিদ্ধির জন্ত ঋষিগণ কল্পনা কবিয়াছেন—যাহাদের এরূপ সিদ্ধান্ত, তাহারা নামাপরাধী। হরিনাম নিত্যবস্তু ও চিন্ময়—ভক্তির সহিত চিদিজিয়ে নাম উদিত হন, এই মাত্র। সদগুরু ও শ্রুতিশাস্ত্র হইতে (७) इब्रिमांटम यङ .नां★नांलिनौ नंख्रि वउँभांन, गांठको বাছি তত "ף זיהfקט সমর্থ সহে ।