পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२२ জৈবধৰ্ম্ম [ চতুৰ্বিংশ হরিনামোপদেশ শ্রেষ্ঠ । অনন্তভক্তিতে যাহাদের শ্রদ্ধা জন্মিয়াছে, তাহাবাই হরিনামের প্রকৃত অধিকারী। যাহাদের শ্রদ্ধা হয় নাই, অপ্রাকৃতসেবায় বিমুখ এবং হরিনামশ্রবণে রুচিহীন, তাহাদিগকে হরিনাম উপদেশ করিলে নামাপরাধ হয়। হরিনাম সৰ্ব্বোপরি এবং সেই হরিনাম গ্রহণ করিলে সকলের মঙ্গল হইবে—এইরূপ উপদেশ কীৰ্ত্তন করাই ভাল ; অধিকারী না দেখিয়া হরিনাম দান করিবে না । যখন তুমি পরমভাগবত হইবে, তখন তুমিও শক্তি সঞ্চার করিতে পারিবে ; কৃপাপূৰ্ব্বক প্রথমে শক্তিসঞ্চার করিয়া যে জীবের নামে শ্রদ্ধা উৎপত্তি করিবে, র্তাহাকে হরিনাম উপদেশ করিবে। যতদিন মধ্যম বৈষ্ণব থাক, ততদিন অশ্ৰদ্দধান, বহির্মুখ ও বিদ্বেষী ব্যক্তিদিগকে উপেক্ষা করিবে । বিজয় । প্রভো, অনেকেই অর্থলোভে বা যশ:লোভে অনধিকারীকে হরিনাম মহামন্ত্র দান করেন, তাহারা কিরূপ ? বাবাজী। তাহারা নামাপরাধী । বিজয় । কৃপা করিয়া দশম অপরাধটী ব্যাখ্যা করুন । বাবাজী । যিনি এই জড়ীয় সংসারে ‘আমি একজন এবং এই সমস্ত সম্পত্তি ও জনগণ অামার’ এরূপ বুদ্ধিতে মত্ত হইয়। থাকেন, কদাচিৎ কোন দিন ক্ষণিক বিরাগ বা জ্ঞানের উদয় হইলে পণ্ডিতদিগের নিকট নামমাহাত্ম্য শ্রবণ করেন, অথচ সেই নামে যে প্রীতি করা উচিত তাহ করেন না, তিনিও নামাপরাধী। এই জন্যই শিক্ষাষ্টকে এরূপ কথিত হইয়াছে,— নামামকারি বহুধা নিজসৰ্ব্বশক্তিস্তত্ৰাপিত নিয়মিতঃ স্মরণে ন কালঃ । এতাদৃশী তব কৃপা ভগবদ্মমপি দৈবমীদৃশমিছাজনি নানুরাগঃ। (১) (১) হে ভগৱন,তোমার নামই জীবের সর্বমঙ্গল ৰিধান করেন, এই জগু তোমার