পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ՀԽ՝ জৈবধৰ্ম্ম [ পঞ্চবিংশ বিজয় । প্রভো, নামাভাস কতপ্রকারে লক্ষিত হয় ? বাবাজী । শ্ৰীমদ্ভাগবতে বলিয়াছেন ( ৬২৷১৪ )— সাঙ্কেত্যং পারিহাস্ত্যং বা স্তোভং হেলনমেব বা । বৈকুণ্ঠনামগ্রহণমশেষাঘহরং বিদু: ॥ (১) নামতত্ত্ব ও সম্বন্ধতত্ত্বে অনভিজ্ঞ ব্যক্তিগণ চারিপ্রকারে নামাভাস করেন—কেহ কেহ সঙ্কেতদ্বারা, কেহ কেহ পরিহাসম্বারা, কেহ কেহস্তোভদ্বারা এবং কেহ কেহ হেলনার নাম উচ্চারণ করতঃ নামাভাস করেন । বিজয় । প্রভো, সাঙ্কেত্য-নামগ্রহণ কিরূপ ? বাবাজী। অজামিল মরণসময়ে স্বীয় পুত্রকে ‘নারায়ণ’ নামে আহবান করিয়াছিল—কৃষ্ণের নাম নারায়ণ বলিয়া অজামিলের সাঙ্কেত্যনামগ্রণের ফললাভ ইয়াছিল। মেচ্ছগণ শূকরকে “তারাম, তারাম” বলিয়া ঘৃণা করে। হারাম-শব্দে ‘হ রাম এই দুইটী শব্দ থাকায় সাঙ্কেত্যনামগ্রহণফলে তাহাদের যমযন্ত্রণ হইতে মুক্তি হয়। নামাভাসে যে মুক্তি হয়, তাহ সৰ্ব্বশাস্ত্রসন্মত । নামাক্ষরে মুকুন্দসম্বন্ধ দৃঢ়রূপে গ্রথিত থাকায় নামাক্ষরের উচ্চারণে মুকুন্দস্পর্শ ঘটিয়া পড়ে, এবং অনায়াসে মুক্তি হয় । বহুকষ্টে ব্ৰহ্মজ্ঞানে যে মুক্তি হইতে পারে, নামা ভাসে অনায়াসে সেই মুক্তি সকলেরই হইয়া থাকে । বিজয় । প্রভো, পণ্ডিতাভিমানী মুমুক্ষুগণ এবং অতত্ত্বজ্ঞ ম্লেচ্ছগণ, এবং পরমার্থবিরোধী অমুরগণ পরিহাস করিয়া কৃষ্ণনাম গ্রহণ করতঃ মুক্তিলাভ করিয়াছেন, তাহ আমরা শাস্ত্রে অনেকস্থলে পাঠ করিয়াছি ; স্তোভপুৰ্ব্বক নামগ্রহণ কিরূপ, তাহা বলুন। বাবাজী। অসন্মানপূর্বক অষ্টকে কৃষ্ণনাম করিতে বাধা দিবার 0S SBBBSS SBBDBS GBBS C BBBS BB BBBBD DBBBDDD DD S পণ্ডিতগণ তাদৃশ নামাঙ্গসকে অশেষ পাপনাশক বলিয়া জানেন ।