পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] নিত্যধৰ্ম্ম ও সম্বন্ধাভিধেয়প্রয়োজন ৪৩৩ বদ্ধজীবে কৃপা করি, কৃষ্ণ হৈল নাম । কলিজীবে দয়া কবি’ কৃষ্ণ হৈল গেীরধাম ॥ একান্ত সরলভাবে ভজ গৌরজন । তবে ত’ পাইবে, ভাই, শ্রীকৃষ্ণচরণ ॥ গৌরজন-সঙ্গ কর গৌরাঙ্গ বলিয়া । হরেকৃষ্ণরাম বল নাচিয়া নাচিয় ॥ অচিরে পাঠৰে ভাই নাম-প্রেমধন । যাহা পিলাইতে প্রভুর নদে আগমন । বৃদ্ধ বাবাজী মহাশয়ের বদনে শ্রীজগদানন্দের ‘প্রেমবিবৰ্ত্ত প্রবণ করিয়া বিজয় ও ব্রজনাথ মহাপ্রেমে আকুল হইয়া পড়িলেন । বাবাজী মহোদয় অনেকক্ষণ অচেতনপ্রায় থাকিয়া বিজয় ও ব্রজনাথের গলদেশ দুই হাতে ধারণ করিয়৷ কাদিতে কঁাদিতে এই গান করিতে লাগিলেন,— কৃষ্ণনাম ধরে কত বল । বিষয়-বাসনানলে, মোর চিত্ত সদা জলে, রবিতপ্ত মরুভূমি সম । কণরন্ধ, পথ দিয়া, হৃদিমাঝে প্রবেশিয়া, বরিষয় স্বধা অনুপম ॥১ ৷ হৃদয় হইতে বলে, জিহবার অগ্ৰেতে চলে, শবারূপে নাচে অনুক্ষণ । কণ্ঠে মোর ভঙ্গে স্বর, অঙ্গ কাপে থরথর, স্থির হৈতে না পারে চরণ ॥২ চক্ষে ধারা দেহে ঘৰ্ম্ম, পুলকিত সব চৰ্ম্ম, বিবর্ণ হইল কলেবর। মূচ্ছিত হইল মন, প্রলয়ের আগমন, ভাবে সৰ্ব্ব দেহ জরজর ॥ ৩ ॥ করি এত উপদ্রব, চিত্তে বর্ষে সুধীন্দ্রব, মোরে ডারে প্রেমের সাগরে । কিছু না বুঝিতে দিল, মোরে ত’ বাভুল কৈল, মোর চিত্তবিত্ত সব হরে ॥৪ লইমু আশ্রয় র্যার, হেন ব্যবহার তার, বণিতে না পারি এসকল । কৃষ্ণনাম ইচ্ছাময়, যাহে যাহে মুখী হয়, সেই মোর স্বখের সম্বল। ৫ ॥ २by