পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৪৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] রসবিচার আরম্ভ 8©☾ গত অtশ্রত্নতত্ত্ব বিচার-সাধক ও সিদ্ধভেদে দ্বিবিধ আশ্রয়—সম্প্রাপ্ত-সিদ্ধ ও নিত্যসিদ্ধভেদে দ্বিবিধ সিদ্ধ—বিভীবান্তর্গত-উদ্দীপন বিচাব—কৃষ্ণেব কারিক, বাচিক ও মানসিক ত্ৰিবিধ গুণেব পবিচয়—অদ্য, মধ্য ও শেষ ভেদে ত্রিবিধ কৈশোব—উদ্দীপন যোগে স্তবিভাবেব বসত। প্রাপ্তি । প্রায় একমাস বিজয়কুমার অনুপস্থিত। ব্ৰজনাথের পিতামহী ব্ৰজনাথ ও বিজয়কুমারের অভিপ্রায় প্রাপ্ত হইয়া ঘটকের দ্বারা একটা সুপাত্রী স্থির করিলেন । বিজয়কুমাব সংবাদ পাইযা স্বীয় ভ্রাতাকে ভাগিনেয়ের শুভপিবাহ কার্য্য-নির্বাহের জন্য বিল্বপুষ্করিণী-গ্রামে পাঠাষ্টয দিলেন। শুভকাৰ্য্য শুভদিনে নিপন্ন হইল। বিবাহের সকল কথা মিটিয গেলে বিজয়কুমার একদিবস আসিয়া উপস্থিত হইলেন । তাঙ্গর চিত্ত পরমার্থ-বিষয়ে বিশেষ উদ্বিগ্ন হওয়ায় তিনি আর বিষয-কথা আলোচনা না কবিয়া একটু অন্তমনা হইয়া বসিয়া আছেন । ব্ৰজনাথ বলিলেন,–মামা, আপনাব চিত্ত আজকাল কেন স্থির নয় ? আমাকে গোপনে বলুন। আপনার আজ্ঞাক্ৰমে আমি সংসারশুঙ্খলে বদ্ধ হইলাম। আপনাব নিজের সম্বন্ধে আপনার মনেব ভাব কি, তাহ আজ্ঞা করুন । বিজয় বলিলেন,—লাবা, আমি একদার শ্রীপুরুষোত্তম দর্শন করিবার মানস করিযাছি । কয়েক দিন পবে যাত্রীদিগের সহিত ক্ষেত্র যাত্রা করিব । চল, একবাব ঐগুরুদেবের আজ্ঞা লইয়া আসি । আহারান্তে অপরাহ্নে ব্ৰজনাথ ও বিজয় ভয়ে শ্ৰীমায়াপুর গিয়া শ্ৰীণ শ্রীরঘুনাথদাস বাবাজী মহাশয়কে সমস্ত কথা নিবেদন করিয়া ক্ষেত্রযাত্রার প্রার্থনা করিলেন । বাবাজী মহাশয় বিশেষ আননের সহিত বলিলেন যে, ঐ পুরুষোত্তমে কাশীমিশ্রের ভবনে শ্ৰীমন্মহাপ্রভুর গদিতে আজকাল ঐবক্রেশ্বরের শিষ্য ঐগোপালগুরু গোস্বামী বিরাজমান। তাহার প্রচরণ দর্শনপূর্বক তাহার উপদেশ ভক্তিপূৰ্ব্বক গ্রহণ করিবে । ঐস্বরূপগোস্বামীর শিক্ষা সম্প্রতি র্ত্যতারই কণ্ঠে আছে।