পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জৈবধৰ্ম্ম [ একত্রিংশৎ و م8b পাশ্বের উপবনসকল দেখিয়া ক্রমশঃ বৃন্দাবন ফুর্তি হইতে লাগিল । বিজয় প্রেমসাগরে মগ্ন হষ্টয়া বলিতে লাগিলেন, আহা ! আজি আমার কি সৌভাগ্য! আমি ব্ৰহ্মাদি দেবতার দুল্লভ ব্রজপুরী দর্শন করিতেছি। ঐ যে কুঞ্জবন! মালতী লতাকীর্ণ মাধবী মণ্ডপে আমাদের প্রাণেশ্বর শ্ৰীকৃষ্ণ বসিয়া শ্ৰীগোপিকাদিগেব সহিত পরিহাস করিতেছেন । ভয়, সন্ত্রম পরিত্যাগপূর্বক বিজয়কুমার ব্যাকুল হইয়া দ্রুতপদে সেই দিকে ধাবিত কষ্টলেন। যাইতে যাইতে বিজয়েব মুছা আসিয়া উপস্থিত হইল। বিজয় স্থলিতপদ হইয়া পড়িয়া গেলেন। মন্দ মন সমীরণ আসিয়া বিজয়কে সেবা করিতে লাগিল । স্বল্পকালের মধ্যেই বিজয় সংজ্ঞালাভ করিয়া এদিক ওদিক দেখিতে লাগিলেন । আর সে লীলা দেখিতে না পাইয়া চিত্ত অবসন্ন হইতে লাগিল। বিজয় ক্রমে ক্রমে নিজ বাসায় ফিরিয়া আসিয়া আর কাহাকেও কিছু না বলিয়া শয়ন করিলেন। ব্রজলীলা স্কৃৰ্ত্তি হওয়ায় বিজয়ের চিত্ত হর্ষোৎফুল্প হইয়াছিল। বিজয মনে মনে ভাবিলেন যে, আমি অদ্য যে রহস্ত দেখিলাম, তাহা কল্য গুরুদেবকে বিজ্ঞাপন করিব । কিন্তু কিয়ৎক্ষণ পরে আবাব স্মরণ করিলেন যে, অপ্রাকৃত লীলারহস্ত যিনি ভাগ্যক্রমে দেখিতে পান, তাহ কাহার ও নিকট প্রকাশ করা উচিত নয় । অনেক প্রকার ভাবিতে ভাবিতে নিদ্রাবির্ভাব হইল। গ্রাতে উঠিয়া তিনি অন্তমনস্ক হইয়া পড়িলেন। প্রসাদ পাইয়া কাশীমিশ্রভবনে গমনপূর্বক গুরু:দবকে সাষ্টাঙ্গ-প্রণাম করিয়া বসিলেন । গুরুদেব তাহাকে সাদরে আলিঙ্গন করিয়া কুশল জিজ্ঞাসা করিলে, বিজয় শ্ৰীগুরুপাদপদ্ম দর্শনে একটু সুস্থির চিত্ত হইয়া মধুব রসের তত্ত্ব জিজ্ঞাসা করিতে প্রবৃত্ত হটলেন । বিজয় কছিলেন,—প্রভো, আপনার অসীম কৃপাবলে আমি চরিতার্থ হইয়াছি। এখন ঐউজ্জ্বলরল সম্বন্ধে কিছু নিগুঢ়তৰ জিজ্ঞাসা করিতে