পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] মধুর রসবিচার 8Ն'Տ. স্বতবাং জীবের নিত্যধৰ্ম্মের বিরূদ্ধ ব্যাপাব যে অবশ্যই লজ্জা ও ঘূণাস্পদ গুইলে ইহাতে সন্দেছ কি ? দেখ, আদর্শপ্রতিফলনবিচারে, জড়ীয় স্ত্রীপুরুষব্যবহারে এবং নিয়ল কঞ্চলীলায় সৌদাদৃত অবশ্যম্ভাবী। তথাপি একটী অত্যন্ত হেয় এবং অপবটী নিতান্ত উপাদেয়। বিজয। প্রভো, কৃতাৰ্থ করিলেন। আপনার মধুমাথা সিদ্ধাস্ত আমাব স্বতঃসিদ্ধ বিশ্বাস দৃঢ় করিয়া সংশয় বিনাশ কবিল। আমি চিজ্জগতের মধুর রসের স্থিতি বুঝিতে পারিলাম। আহা ! ‘মধুর রস’— এ শব্দটী যেরূপ মধুব, ইহার অপ্রাকৃত ভাবও তদ্রুপ পরমানন্দজনক, এমন মধুব রস থাকিতে যাতার শাস্তরসে মুখ পায, তাহাদের দ্যায দুর্ভাগ। আর কে আছে ? প্রভো, আমি নিগৃঢ় মধুররসের সংস্থাপন বুঝিতে অত্যন্ত ব্যাকুল হইয়াছ ! কৃপা ককন । গুকগোস্বামী। বাপা, শুন বলি। কৃষ্ণই মধুব রসের বিষয় এবং তাহার বল্লভাগণ ঐ রসের আশ্রয, এতদুভয মিলিয়া এ রসের আলম্বন হইয়াছেন । বিজয। মধুৰ বসের বিষয়—কৃষ্ণ কিরূপ ? গোস্বামী । আহা ! বড়ই মধুর প্রশ্ন। নবজলধরবর্ণ, সুরমা, মধুর সৰ্ব্বসপ্লক্ষণযুক্ত, বলিষ্ঠ, নবযৌবন, সুবক্তা, প্রিয়ভাষী, বুদ্ধিমান, প্রতিভান্বিত, ধীর, বিদগ্ধ, চতুব, সুখী, কৃতজ্ঞ, দক্ষিণ, প্রেমবশু, গম্ভীর, শ্রেষ্ঠ, কীৰ্ত্তিমান, রমণীজনমনোহাৰী, নিত্যনূতন, অতুল্যকেলি, সৌন্দৰ্য্যশালী, প্রিয়তম, বংশীবাদনশীল এবস্তৃত গুণবিশিষ্ট পুরুষই—কৃষ্ণ ; তাহার পদগতিসন্দর্শনে নিখিলকলাপগরিমা দূর হয় । তাহার কটাক্ষ সকলেরই চিত্ত রিমোচিত করে । তিনিই যুবতীগণের ভাগ্যফলরূপ দিব্য, লীলানিধি । বিজয় । অপ্রাকৃত পরম বিচিত্র মধুররসে অপ্রাকৃতরূপগুণবিশিষ্ট