পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] মধুর রসবিচার ○ o(r ধীবললিতের গুণ। তাঙ্গতে অবিচ্ছেদ বিহাব-লক্ষণ সংযুক্তি হইলে ধবললিতামুকুল নায়ক হয। বিজয় । ধীবশাস্তানুকুল নযক কি প্রকাব ? গোস্বামী । শাস্ত প্রকৃতি, সহিষ্ণু, বিবেচক ও বিবেকাদি গুণযুক্ত নায়ক ধরশাস্তানুকূল । বিজয। ধীবোদ্ধতামুকূল নাযক কিরূপ? গোস্বামী । মৎসব, অহঙ্কাৰী, মাযাবী, ক্রোধান্বিত এবং আত্মশ্লাঘী নযক অমুকুল হইলে ধীবোদ্ধতানুকুল নীযক গুন। বিজয। নায়ক কি প্রকারে দক্ষিণ গুন ? গোস্বামী। দক্ষিণ’ শব্দের অর্থ সবল । পূৰ্ব্বনাবিকাব প্রতি গোঁবব, ভয, প্রেমদাক্ষিণ্য অপরিত্যাগে অন্ত নাফিকাল প্রতি যিনি চিত্ত সংলগ্ন কবেন তিনি দক্ষিণ নায়ক । অনেক নাৰ্যকাতে তুল্যভাব বাখিলেও দক্ষিণ নায়ক বলা যায । বিজয। শঠ কিরূপ ? গোস্বামী । যে নায়ক সম্মুখে প্রিয়াচবণ এবং অন্যত্র বিপ্রিযাচবণ কবিয়া নিগুঢ় অপরাধ কবেন তিনি শঠ। বিজয় । খৃষ্ট লক্ষণ কি ? গোস্বামী । অন্ত নায়িকাব ভোগচিহ্ল অভিব্যক্ত থাকিলেও যিনি নির্ভযরূপে মিথ্যাবচনে দক্ষ, তিনি ধৃষ্ট । বিজয় । প্রভো, সাকল্যে নায়ক কত প্রকার হয ? গোস্বামী। আমাদের কৃষ্ণ বৈ আর কেহ নায়ক নাই। সেই কৃষ্ণ দ্বারকায় পূর্ণ, মথুৰায় পূর্ণতর এবং ব্রজে পূর্ণতম। সেই কৃষ্ণ পতিত্ব ও উপপতিত্ব-ভেদে দুই প্রকার বলিয়ু ছয় প্রকার হয়। ধীরোদাত্তাদি চারিপ্রকার-ভেদে চব্বিশ প্রকার। অমুকুল, দক্ষিণ, শঠ ও ধৃষ্ট-ভেদে