পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ oWり জৈবধৰ্ম্ম দ্বাত্রিংশৎ চব্বিশকে চতুগুণ করিয়া ছিয়ানব্বই প্রকার নায়ক হন। এখন বুঝিতে হইবে যে, স্বকীয় রসে চব্বিশ প্রকার এবং পরকীয বসে চব্বিশ প্রকাব নায়ক । স্বকীয় রসের সঙ্কোচভাব এবং পরকীয় রসের প্রাধান্ত প্রযুক্ত ব্ৰজরসলীলায় পরকীয়রসের চব্বিশ প্রকাব নযকত্ব শ্ৰীকৃষ্ণে নিত্য বৰ্ত্তমান। লীলার যে প্রকারে ও যে অংশে যে প্রকাব নাযকত্বের প্রয়োজন সেষ্ট প্রকারের নায়ক অনুভূত হন । বিজয় । প্রভো, আমি নায়ক ও নায়কের গুণবিচিত্রতা অনুভব করিতে পারিতেছি। এখন নায়কেব সহায কত প্রকাব তাহ জানিতে প্রার্থনা করি । গোস্বামী । নায়কের পঞ্চপ্রকাব সঙ্গয় । চেট, বিট, বিদূষক, পীঠমর্দক ও প্রিয়নৰ্ম্মসখা—এই পাচপ্রকাব। র্তাহাদের সকলেরই নৰ্ম্মবাক্য প্রয়োগে নিপুণতা, সদা গাঢ় অম্বুরাগিতা, দেশকালজ্ঞতা, দক্ষতা, গোপী রুষ্ট হইলে তাহাকে প্রসন্ন কব এবং নিগুঢ় মন্ত্রণা দেওয়াই গুণগণ । বিজয় । চেট কাহাকে বলি ? গোস্বামী। সন্ধানচতুর গুঢ়কৰ্ম্ম প্ৰগলভবুদ্ধিবিশিষ্ট ভঙ্গুব ভৃঙ্গরাদি গোকুলে কৃষ্ণের চেট কার্য্য কবেন । বিজয়। বিট কাহাকে বলি ? গোস্বামী। বেশ রচনাদি কাৰ্য্যে পরিপাটী, ধূৰ্ত্ত, কথোপকথনে পরিপাটী, বশীকরণাদিক্রিয়াপটু, কড়ার ও ভারতীবন্ধ প্রভৃতি কৃষ্ণের বিট। বিজয়। বিদুষক কাহাকে বলেন ? গোস্বামী। ভোজনপ্রিয়, কলহপ্রিয়, অঙ্গবিকৃতি ও বাকচাতুরী ও বেশদ্বারা হান্তকারী ; বসন্তাদি গোপ ও মধুমঙ্গল প্রভৃতি কৃষ্ণের বিদূষক । বিজয় । কে কে পীঠমৰ্দ্দ ।