পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] মধুর রসবিচার (t)న স্বরূপা, সুতরাং সৰ্ব্বগুণে শ্রেষ্ঠ এবং সকল বিষযেক্ট চন্দ্রাবলী অপেক্ষ অধিক। দেখ, তাপনীশ্রীতিতে তিনি “গান্ধৰ্ব্ব’ বলিয়া উক্ত হইয়াছেন। ঋক্ পরিশিষ্ট্রে রাধার সহিত মাধবের অধিক উজ্জ্বলতা বর্ণন করেন । সুতরাং পদ্মপুবাণে নারদেব উক্তি এই—রাধা যেরূপ কৃষ্ণের প্রিয র্তাহার কুও ও তদ্রুপ। সকল গোপী অপেক্ষ রাধিক কৃষ্ণের অত্যন্ত প্রিয় । হইবেষ্ট বা না কেন ? রাধা তত্ত্বট কেমন ? হলাদিনীনামা মহাশক্তি সৰ্ব্বশক্তি অপেক্ষা শ্রেষ্ঠ। রাধিকা সেট হলদিনীসারভাব । বিজয় । অপূৰ্ব্বতত্ত্ব! রাধার স্বরূপ কি প্রকার ? গোস্বামী। রাবিক। আমব মর্ভুকান্তস্বরূপা—বৃষভানুনন্দিনী। র্তাহাব স্বরূপে ষোলপ্রকার শৃঙ্গার দেদীপ্যমান এবং দ্বাদশ পকার অলঙ্কার শোভা করিতেছে। বিজয় । সুষ্ঠ কাস্তস্বরূপ কাহাকে বলা যায় ? গোস্বামী । স্বরূপের শোভা এত যে, শৃঙ্গার ও অলঙ্কার তাহাব কাছে লাগে না। মুকুঞ্চিত কেশ, চঞ্চল বদনকমণ, দীর্ঘ নেত্র, বক্ষে কুচদ্বয় অপূৰ্ব্ব শোভা বিস্তার করে। মধ্যদেশ ক্ষীণ, স্কন্ধদ্বয় শোভিত, করে নখরত্ন বিরাজমান। ত্ৰিজগতে এরূপ রূপোৎসব নষ্ট । বিজয়। ষোড়শ শৃঙ্গার কি কি ? গোস্বামী । স্নান, নাসাঞ্জে মণির উজ্জ্বলতা, নীলবসন পরিধান, কটিতটে নিবী, বেণী, কর্ণে উত্তংস, অঙ্গে চন্দন লেপন, কেশমধ্যে পুষ্পবিন্যাস, গলে মালা, হস্তে পদ্ম, মুখে তাম্বুল, চিবুকে কস্তুরিবিন্দু, কজ্জ্বলাক্ষী, চিত্রিত গণ্ডদেশ, চরণে অলক্তক রাগ এবং ললাটফলকে তিলক, এই ষোলট শৃঙ্গার অর্থাৎ দেহশোভা । বিজয় । দ্বাদশ আভরণ কি কি ? গোস্বামী। চুড়ায় অপুৰ্ব্ব মণি, কণে স্বর্ণকুণ্ডল, নিতম্বে কাঞ্চী, গলে