পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] মধুর রসবিচার ৫২৩ গোস্বামা । কুমুমিকা, পিন্দ্যা, ধনিষ্ঠ দি, সগীমধ্যে কীৰ্ত্তিত তষ্টয়া থাকেন । বিজয় । নিত্যসখী কাহাবা ? গোস্বামী। কস্তুরী, মণিমঞ্জরী প্রভৃতি নিত্যসঙ্গী। বিজয় । প্রাণসখী কে কে ? গোস্বামী। শশিমুণী, বাস গ্ৰী, লাসিক প্রভৃতি প্রাণসঙ্গী। ইহার প্রাসই বৃন্দাবনেশ্বরীর স্বরূপতা প্রাপ্ত । পিজয় । প্রিযসপী কাতারা ? গোস্বামী। কুঙ্গক্ষী, স্বাধ", মদনালস, কমলা, মাধুরী, মুঞ্জকেশী, কন্দৰ্পমুন্দরী, মাধবী, মালতী, কামলতা, শশিকলা প্রভৃতি প্রিয়সখী । বিজয়। কে কে পলম প্রেষ্ঠসঙ্গী ? গোস্বামী। ললিতা, বিশাপা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গপিষ্ঠ, ইন্দুলেগ, রঙ্গদেবী, স্বদেবী— এই আটজন সব সগীগণের প্রধান পরমপ্রেষ্ঠ সর্থী বলিয়া উক্ত। ইতাব রাধাকৃষ্ণেব প্রেমের পরাকাষ্ঠীপ্রযুক্ত স্তল বিশেষে কখন কৃষ্ণের প্রতি এবং কথন রাধার প্রতি অধিক প্রেম প্রদর্শন করেন। বিজয়। যুগাদি বুঝিলাম, ‘গণ’ কাহাকে বলে ? গোস্বামী। প্রত্যেক যুথে যে অবাস্থর বিভাগ আছে, তাহার নাম গণ। যথা—শ্ৰীমতীব যুগে ললিতার অনুগত সৰ্থীসকল ললিতার গণ বলিয়া পরিচিত । বিজয় । ব্রজাঙ্গনাদিগের পরোঢ়াত্ব একটা মহাগুণ বিশেষ। পরোঢ় কোন স্থলে ইষ্ট বলিয়া বোধ হয় না । গোস্বামী । এই জড় জগতে যে স্ত্রীত্ব ও পুরুষত্ব—ইহা ঔপধিক । মায়িক কৰ্ম্মফলাতুরোধে কেহ স্ত্রী, কেহ পুরুষ। মায়াতে বহুতর অধৰ্ম্ম ও তুচ্ছ স্পৃহা থাকে, এই জন্যই ঋষিগণ বিবাহবিধি ব্যতীত স্ত্রীসঙ্গ