পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qえや জৈবধৰ্ম্ম [ ত্রয়ন্ত্রিংশৎ বামা, সখীদিগের বশীভূতা, রতিচেষ্টায় অতিশয় লজ্জত, অথচ গোপনে সুন্দরবগে যত্নশীল । নাযক অপরাধী হইলে তিনি সজল নযনে তাহাকে দেখেন । প্রিয়াপ্রিয় কথা বলেন ন ও মান করেন না । বিজয় । মধ্য কি প্রকার ? গোস্বামী । মধ্যার লক্ষণ এই—তাহার মদন ও লজ্জা সমান সমান। তিনি নবযৌবনা, তাহার উক্তিসকল কিয়ংপরিমাণে প্ৰগল্‌ভযুক্ত। তাহার সুরতক্রিয়ায় মোহ পয্যন্ত অনুভব । মানে কখন কোমল, কখন কর্কশ । মানবতী মধ্যা কখন ধারা, কখন আবীরা এবং কখন বা ধারাবীরা হন । যে নায়িক৷ সাপরাধী প্রিধব্যক্তিকে উপহারে সহি ৩ বক্রোক্তি করেন, তিনি ধীরা মধ্য। যে নায়িকা রেষপূৰ্ব্বক বল্লভকে নিষ্ঠুর বাকা প্রয়োগ করেন, তিনি অবাধ মধ্যা । যে নাযিক সঞনয়নে প্রিযব্যক্তির প্রতি বক্রোক্তি করেন, তিনি ধীরাধার। মধ্যা। মধ্য নায়িকায় মুগ্ধ ও প্রগলভার মিশ্রভাব থাকায় মধ্যাতেই সৰ্ব্বরসে।ৎকর্ষ দাক্ষিত হব । বিজয় ৷ প্ৰগলভ কে প্রকার ? গোস্বামী। প্ৰগলভার লক্ষণ এই—তিনি নবযৌবন, মদান্ধ, রতিবিষয়ে অত্যন্ত উৎসুক। তিনি ভূবি ভূবি ভাবোদগম কবিতে জানেন । রসদ্বারা বল্লভকে আক্রমণ করেন । তাহাব উক্তি ও চেষ্টা অতিশয় প্রৌঢ় । মানক্রিয়ায় তিনি অত্যন্ত কর্কশ । মানবর্তী প্ৰগলভ ধীবী, অধীর ও ধীরাধীরা-ভেদে তিন প্রকার। ধীর প্রগলভ সম্ভোগ বিষয়ে উদাসীন, ভাবগোপনশীল এবং আদরকারিণী। অধীর প্রগলভ নিষ্ঠুররূপে কান্তকে তাড়ন করেন। ধীরাধীরা প্ৰগলভা, ধীরাধীরা নায়িকার স্তায় গুণবিশিষ্ট জ্যেষ্ঠ কনিষ্ঠা-ভেদে মধ্য এবং প্ৰগলভ জ্যেষ্ঠমধ্যা ও কনিষ্ঠমধ্য এবং জ্যেষ্ঠপ্ৰগলভ ও কনিষ্ঠপ্ৰগলভ প্রভেদ । নায়কের প্রণয় অনুসারেই জ্যেষ্ঠ-কনিষ্ঠ-ভেদ উদিত চয় ।