পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ル” জৈবধৰ্ম্ম [ চতুস্ত্রিংশৎ এবং সহজে নাষকের বশীভূত হন না এরূপ সখী বামা’। রাধিকার যুথে ললিতাদি বাম)' প্রখর কীৰ্ত্তিত হন । বিজয় । দক্ষিণাব লক্ষণ কি ? গোস্বামী । যে নায়িক মান নিৰ্ব্বন্ধ সহিতে পারেন না, নাযকের প্রতি মুক্তবাক্য প্রযোগ করেন এবং নাঘকের মিষ্টবাক্যে বশীভূত হন, তিনি দক্ষিণা । তুঙ্গবিদ্যাদি সৰ্গা রাধিকার যুথে দক্ষিণ প্রথর বলিয়া নির্দিষ্ট হইয়াছেন। বিজয়। আত্যন্তিক লঘু কাচাবা ? গোস্বামী । সৰ্ব্বথা মৃদু এবং সৰ্ব্বাপেক্ষ। নিতস্তলঘু বলিয। কুসুমিকাদি সপীগণকে আত্যন্তিক লঘু বলা যায়। বিজয় । সখীদিগের দৌত্য কিরূপ ? গোস্বামী। দূরবত্তী নাযাক নমি কাকে মিলনার্থ অভিসাব কবানই সখীদিগের দৌত্য । বিজয় । সখীদিগেব কি নায়িকত্ব আছে ? গোস্বামী। যুথেশ্বরী নিত্যনাধিক । আপেক্ষিকাধিক প্রখর, আপেক্ষিকাধিক-মধ্য এবং আপেক্ষিকাধিক-মুদ্বী, ইহাদেব নায়িকাত ও সখীত্ব গুই ধৰ্ম্মই আছে। আপন। অপেক্ষা লঘুদিগের সম্বন্ধে নায়িকাতৃ, আপন অপেক্ষা অধিক। সম্বন্ধে সখীত্ব বলিয়। তাহাদিগকে নায়িকাপ্রায় বলা যায়। আপেক্ষিকসম প্রখব, মধ্যা ও মৃদ্ধাগণ দ্বিসম অর্থাৎ অধিক সম্বন্ধে সখী এবং লঘু সম্বন্ধে নায়িক । আপেক্ষিক লঘু, প্রখর, মধ্য ও মৃদ্বীগণ প্রায়ই সখী । আত্যন্তিক লঘুগণ যুথেশ্বরী ও উপরোক্ত তিন প্রকার সঙ্গীব গণনায় পঞ্চম শ্রেণী । তাহারা নিত্যসখী । যুথেশ্বৰী সম্বন্ধে আপেক্ষিকী সখীগণ সকলেই সখী ও দুতী হন, নায়িক হন না। আত্যস্তিকী লঘু অর্থাৎ নিত্যসখীর পক্ষে সকলেই নায়িক হন, দূতী হন না ।