পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] মধুর রসবিচার (\రిన বিজয় । সখীদিগের দূতী কে ? গোস্বামী। যুথেশ্বরী নিত্যনায়িক, সকলের আদরের পাত্রী বলিয়া র্তাহার মুখ্য দৌত্য নাই। স্বীয যুথমধ্যে যিনি র্যাহাব বিশেষ অমুরাগিণী সখী, তাঙ্গকে যুগেশ্বরী তাতার দূত্যকার্য্যে নিযুক্ত করেন। নিজেও কখন সেই সগীর প্রণয়ক্রমে গৌণ দেী ত্যও সম্পাদন করেন। দূরে গমনাগমন ব্যতীত যে দূত হয়—তাহ গৌণ। তাহা কৃষ্ণের সমক্ষ ও পবোক্ষ-ভেদে দুষ্ট প্রকাব । বিজয় । কৃষ্ণসমক্ষ দূত কত প্রকার ? গোস্বামী । সাঙ্কেতিক ও বাচিক-ভেদে সেই দূত্য দুই প্রকবে। বিজয় । সাঙ্কেতিক কিরূপ ? গোস্বামী । চকুপ্রান্ত, ভ্র ও তর্জন্তাদি চালনার সর্থীর নিকট কৃষ্ণকে প্রেরণ করেন—তাত ই ‘সাঙ্কেতিক’ । বিজয় । বাচিক কিরূপ? গোস্বামী। পরম্পব সম্মুখে বা পশ্চাতে বাক্য প্রয়েfগদ্বারা যে দৃত্যু করা যায়, তাহা ‘বাfচক’ । বিজয। পরোক্ষ দূত কি প্রকাব ? গোস্বামী। সর্থাদ্বারা তরির সন্নিধানে সর্থীকে তার্পণ করা, বাহুল্য পূৰ্ব্বক তাহার নিকট সখীকে পাঠান—এই সকল ‘পরোক্ষ দূত । বিজয় । নায়িকা প্রায়া দূত্য কি প্রকার ? গোস্বামী। আপেক্ষিকাধিক প্রপর, মধ্য ও মৃদ্বী এই তিন প্রকার সর্থী স্বীয় লঘু সখীর জন্য যখন দূতকাৰ্য্য করেন, তখন তাহার ‘নায়িকাপ্রায়া দূত করা হয়। তন্মধ্যে সম, মধ্য সর্থীদ্বয়ের পরস্পর সৌহার্দ অতীব মধুর ও অভেদ প্রায় । প্রেম-বিশেষাভিজ্ঞ পণ্ডিতগণই তাহ। বুঝিতে পারেন।