পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(B రి জৈবধৰ্ম্ম [ চতুস্ত্রিংশৎ বিজয় । সপী প্রায় দূত কি প্রকার ? গোস্বামী। লঘুপ্রখর, লঘুমধ্য ও লঘুমুৰী ইঙ্গদের প্রায়ই দৃত্যু ঘটে । এই জন্তই তাহাদের দূতাকে সখীপ্রায় দূত বলা যায । বিজয়। তবে নিত্যসগী কিরূপ ? গোস্বামী । নায়িকত্ব অপেক্ষা না করিয়া সঙ্গীত্বেষ্ট র্যাহাদের প্রীতি তাহারা নিত্যসখী । নিত্যসখী আত্যন্তিক লঘু ও আপেক্ষিক লঘু-ভেদে দুই প্রকার । বিজয়। প্রাথর্য্যাদি স্বভাব কি সখী বিশেষের নিত্য স্বভাব ? গোস্বামী । স্বভাব হইলেও দেশকাল বিশেষে তাহাদের বিপৰ্য্যয় হয় } যথা, রাধিকার মানভঙ্গে ললিতার যত্ন । বিজয় । সর্থীদিগের সহিত কৃষ্ণের সঙ্গম, রাধিকার যত্নে সৰ্ব্বদা ঘটিয়! থাকে, এরূপ বোধ হঠল । গোস্বামী । বিজয়, ইহাতে একটু কথা আছে। দূত্যে নিযুক্ত হইয়া সখী নির্জনে কৃষ্ণকে মিলন করিলে, কৃষ্ণ সঙ্গম প্রার্থনা করিলেও সপী তাহাতে সম্মত হন না। সন্মত হইলে প্রিয়সখীর দৃত্যবিশ্বাস রক্ষিত श् न] । বিজয়। সর্থীগণেব ক্রিয়া কি ? গোস্বামী । সর্থীগণের ষোড়শ প্রকার ক্রিয়া আছে যথা –১ । নায়কনায়িকার পরস্পরের নিকট পরস্পরের গুণ-বর্ণন, ২। পরস্পরের আসক্তি করান, ৩। পরস্পরের অভিসার করান, ৪। কৃষ্ণের নিকট সর্থী-সমর্পণ, ৫ । পরিহাস, ৬। আশ্বাস-প্রদান, ৭ । নেপথ্য অর্থাৎ বেশরচনা, ৮। মনোগত পরস্পরের ভাব উদঘাটনে পটুতা, ৯। দোষছিদ্রগোপন, ১• । পত্যাদিকে বঞ্চনা-করান শিক্ষাপ্রদান, ১১ ৷ উচিতকালে নায়কনায়িকাকে মিলন, ১২ । চামরব্যজনাদির সেবন, ১৩ । নায়ক প্রতি ।