পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©8b~ জৈবধৰ্ম্ম | চতুস্ত্রিংশৎ গুণিত করিয়া একত্রে নায়িক সাকলে তিনশত ষষ্টি হয়। যুথেশ্বরীদিগের সুহৃদদি ব্যবহার ও তাহার তাৎপৰ্য্যও হৃদয়ে উদিত হইয়াছে। দূতকাৰ্য্য ও সখীকার্য্য হৃদয়ঙ্গম হইল। এই সমস্ত জানিতে পারিয়া আমি এখন রসের আশ্রয়তত্ত্ব বুঝিলাম। রসের বিষয় ও আশ্রয় একত্র করিয়া বিভাবের অন্তর্গত আলম্বনতত্ত্ব প্রতীত হইল। কল্য শ্ৰীচরণে আদিয়া উদ্দীপন সকল জানিয়া লইব । শ্ৰীকৃষ্ণ অপার করুণা করিয়া আপনাকে আমার লালক করিয়া দিয়াছেন। আপনার শ্ৰীমুখক্ষরিত সুধাপানেই আমি श्रृठे श्झेद । গোস্বামী বিজয়কে আলিঙ্গন করিয়া বলিলেন,—বাবা, তোমার মত শিষ্য পাইয়া আমিও কৃতকৃতাৰ্থ হইলাম। তুমি যত জিজ্ঞাসা করিতেছ, ঐনিমানন্দ আমার মুখে সেই সকল প্রশ্নের উত্তর দিতেছেন। উভয়ে অনেক প্রেমক্রন্দনের পর নিস্তব্ধ হইলেন। বিজয়ের সৌভাগ্য দেখিয়া ঐধানচন্দ্র প্রভূতি মহাত্মবর্গ পরমানন্দে মগ্ন হইলেন। সেই সময়ে ত্রীরাধাকান্তমঠে কয়েকটা শুদ্ধ বৈষ্ণব আসিয়া চণ্ডীদাসের এই পদটী গান করিতে লাগিলেন ।

  • সই কেবা শুনাইল শু্যামনাম ।

কাণের ভিতর দিয়া, মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ । না জানি কতেক মধু, শুামনামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম, অবশ করিল গো, অঙ্গের পরশে কিবা হয়। যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো, যুবতী ধরম কৈছে রয়। পাশরিতে করি মনে পাশরা না যায় গো, কি করিব কি হবে উপায়। কহে দ্বিজ চণ্ডীদাসে, কুলবর্তী কুলনাশে, আপনার যৌবন যাচায়।” খোল করতালের সস্থিত অৰ্দ্ধপ্রহর এই গান হইলে সকলেই. এই প্রেমে মগ্ন হইয়া পড়িলেন। আবেশ কথঞ্চিৎ ভগ্ন হইলে বিজয়