পাতা:শ্রীজৈবধর্ম্ম.djvu/৫৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধ্যায় ] মধুর রসবিচার (too) মানী ব্যক্তির নিকট রসকথার আলোচনা নিষেধ থাকায়, গোস্বামী ও বিজয় উভয়েই নিস্তব্ধ হইয় তাহাদের সহিত সাধারণ ইষ্টগোষ্ঠী করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ থাকিয় তাহারা সিদ্ধবকুলাভিমুথে গমন করিলে, বিজয় একটু ঈষৎ হাস্ত করিয়া নিজের কৃত প্রশ্নটা পুনরায় বলিলেন। গোস্বামী। স্তনের স্পষ্ট উদগম হয়, মধ্যদেশে ত্ৰিবলি এবং সৰ্ব্বাঙ্গে উজ্জ্বলতা প্রকাশ হয়—এই অবস্থাকে ব্যক্ত-যৌবন বলেন । বিজয় । পুর্ণ বয়স কিরূপ ? গোস্বামী । যে বয়সে নিতম্ব বিপুল, মধ্যদেশ ক্ষীণ, অঙ্গসকল উজ্জল কাস্তিবিশিষ্ট, স্তনয় স্থল এবং উরুযুগল রম্ভাবৃক্ষসদৃশ হয়, সেই বয়সই–পূর্ণ যৌৰন। কোন কোন ব্রজমুনারীর অল্পতারুণ্যস্থলেও শোভার পূৰ্ত্তিবিশেষ ক্রমে পূর্ণ-যৌবন প্রকাশ পায়। বিজয় । বয়সের বিষয় অবগত হইলাম। এখন রূপ কি বলুন । গোস্বামী । অভূষিত হইলেও যেন ভূষিতের ন্তায় দীপ্তিলাভ করে, তাহাই রূপ। অঙ্গসকল সুন্দররাপে দ্যস্ত হইলেই রূপ হয়। বিজয় । লাবণ্য কি ? গোস্বামী। মুক্তার ভিতর হইতে যেরূপ একটা ছটা বাহির হয়, তক্রপ অঙ্গসকল হষ্টতে যে ছটা বাহির হয়, তাহাকে ‘লাবণ্য’ বলে। বিজয়। সৌন্দৰ্য্য কি ? গোস্বামী । অঙ্গ প্রত্যঙ্গের যথোচিত সন্নিবেশ এবং সন্ধিবন্ধগুলি স্বনীররপে সংযুক্ত থাকিলে ‘সৌন্দৰ্য্য’ হয়। বিজয় । অভিরূপতা কি ? গোস্বামী। স্বীয় আশ্চৰ্য্যগুণের দ্বারা নিকটস্থিত অস্ত বস্তুকে স্বীয় সারূপ্য প্রাপ্ত করায় তাহার নাম—অভিরূপ্য বা অভিরূপভা । বিজয় । মাধুর্ঘ্য কি ?